বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ-যুবলীগ মুখোমুখি

বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ছুরিকাঘাতে এক যুবলীগ নেতা আহত হয়েছেন। এ ঘটনায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ মুখোমুখি অবস্থান নিয়েছে।

সোমবার বিকেলে স্থানীয় এক যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরকে কেন্দ্র করে শেষ খবর পাওয়া পর্যন্ত দুগ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও তার আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার করে আছে শহরের ১০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনছান ও তার ছোট ভাই আইনুর। কিন্তু তাদের প্রতিপক্ষ হয়ে কয়েকদিন আগে থেকে ওই এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক নাসিমুল বারী ও তার নেতাকর্মীরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার বিকেল ৪টার দিকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঠনঠনিয়া এলাকায় যুবলীগ নেতা ইনছানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর তারা ঠনঠনিয়া বটতলা এলাকায় গিয়ে ১০নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক রাসেলকে ছুরিকাঘাত করে।

এ খবর ছড়িয়ে পড়লে যুবলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ওপর হামলার উদ্দেশ্যে শহরের কলোনি এলাকায় জড়ো হয়। একই সঙ্গে পাল্টা হামলা চালাতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও ঠনঠনিয়া মায়া মোটরসের পেছনে অবস্থান নেয়।

এদিকে এই হামলা প্রস্তুতির খবর পেয়ে এলাকায় পুলিশের টহল বাড়ানো হলে উভয়পক্ষ ছত্র ভঙ্গ হয়ে যায়। কিন্তু নিজ নিজ এলাকায় দুপক্ষের নেতাকর্মীরা মহড়া শুরু করে। ফলে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

শহরের ১০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনছান আলী এই ঘটনার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসিমুল বারীকে দায়ী করেছেন।

তবে নাসিমুল বারী নাসিম ঘটনার সঙ্গে সম্পৃক্তার অভিযোগ অস্বীকার করেছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, যেকোনো ধরনের সহিংসতা এড়াতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়

বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন

বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল

সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন

  • বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
  • ধর্ষণ মামলায় মাদ্রাসাছাত্র কারাগারে
  • পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় আত্মহত্যা
  • বগুড়ার রাস্তায় ছিন্নভিন্ন হয়ে গেছে হতভাগা এক যুবকের লাশ!
  • বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
  • বগুড়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর গর্ভপাত, গ্রেফতার ২
  • প্রেম প্রত্যাখ্যান করায় মারপিট, গ্রেফতার ১
  • স্ত্রীর ছোড়া গরম পানিতে স্বামীর মৃত্যু
  • বগুড়ায় চেয়ারম্যান পদে ভোট স্থগিত
  • বগুড়ায় যুবলীগের অবরোধে ভয়াবহ যানজট
  • বরগুনায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
  • বগুড়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩