বগুড়ার আদমদীঘিতে আ’লীগের ৪ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সান্তাহার পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার অভিযোগে বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন— সান্তাহার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রুহুল আমিন ঢালী, সান্তাহার পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা সুটু এবং সান্তাহার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শ্যামল ঢালী।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহিদ হাসান পিয়াল জানান, সোমবার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামী লীগের এক যৌথ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন