বগুড়ার রাস্তায় ছিন্নভিন্ন হয়ে গেছে হতভাগা এক যুবকের লাশ!
বগুড়ায় ঘুমের ঘোরে গাড়ির ছাদ থেকে পড়ে হতভাগা এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। একাধিক গাড়ির চাকায় পিষ্ট হওয়ায় ওই যুবকের মরদেহটি ছিন্নভিন্ন হয়ে গেছে। ফলে তাকে চেনার কোনো উপায় নেই।
শনিবার ভোরে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা বা স্বজনদের খবর পাওয়া যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা জানান, একাধিক গাড়ির চাকায় পিষ্ট হওয়ায় ওই যুবকের মরদেহটি ছিন্নভিন্ন হয়ে গেছে। ফলে তাকে চেনার কোনো উপায় নেই।
তিনি জানান, সম্ভবত ঢাকাগামী বাস বা ট্রাকের ছাদে করে ওই যুবক কোথাও যাচ্ছিলেন। রাতে তিনি হয়তো ছাদের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের ঘোরে ওই যুবক ছাদের ওপর থেকে মহাসড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর অসাবধনতাবশত একাধিক গাড়ি ওই যুবকের মরদেহের ওপর দিয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন