বগুড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দুই স্কুলছাত্রী
বগুড়ার শেরপুরের গোড়তা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই স্কুলছাত্রী বাল্যবিয়ের অভিশাপ থেকে রেহাই পেয়েছে। সোমবার সন্ধ্যায় বিয়ের আয়োজন করা হলেও পুলিশ আসার খবর পেয়ে দু’পক্ষের লোকজন পালিয়ে যায়। ফলে তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি।
তারা হলো বগুড়ার শেরপুরের বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ভবানীপুর গোড়তা গ্রামের আনন্দ চন্দ্রের মেয়ে প্রিয়া বালা (১২) ও পঞ্চম শ্রেণিল ছাত্রী একই গ্রামের উকিল চন্দ্রের মেয়ে শারতী বালা (১৪)।
ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের (লিগ্যাল এইড) প্রকল্প কর্মকর্তা রমজান আলী সাংবাদিকদের জানান,শেরপুরের জয়নগর গ্রামের মধুসূদন সিংয়ের ছেলে উজ্জ্বল সিংহের (২৪) সঙ্গে প্রিয়া বালার এবং কেশবপুর গ্রামের সুশীল চন্দ্রের ছেলে শ্যাম চন্দ্রের (২৬) সঙ্গে শারতী বালার বিয়ে ঠিক হয়।সোমবার সন্ধ্যায় তাদের বিয়ে হবার কথা ছিল। সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম শেফা ও মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দুই পরিবারকে বুঝিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,সকালে দুই পরিবারের সদস্যরা বিয়ে না দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করলেও সন্ধ্যায় আবার বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে শেরপুর থানার পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়।
এসআই রাজু কামাল জানান, রাত সাড়ে ৭টার দিকে গোড়তা গ্রামে গেলে দুই পরিবারের লোকজন পালিয়ে যায়। ফলে দু’টি বাল্য বিয়ে ভুণ্ডুল হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন