শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধুর বিশ্বাসের আত্মা ছিল : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বাসের আত্মা ছিল। সেই বিশ্বাসের কারণে বঙ্গবন্ধু যখন ‘ভাইয়েরা আমার’ বলে ডাক দিতেন, তখন সবাই তার সেই ডাকে সাড়া দিতেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে অফিসার্স ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বিচক্ষণ নেতা ছিলেন। যে কারণে একদিকে স্বাধীনতার ডাক দিয়েছেন, অন্যদিকে তাকে যাতে বিচ্ছিন্নবাদী নেতা বলা না হয় সে দিকে খেয়াল রেখে বক্তব্য দিয়েছেন।

বঙ্গবন্ধু তার ঐতিহাসিক বক্তব্যে চারটি শর্ত তুলে ধরেন। এগুলো হলো- সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, সান্ধ্য আইন বাতিল করা, জনগণের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং বাংলার মানুষ হত্যার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা। এই শর্ত চারটি তুলে ধরার মাধ্যমে তিনি একদিকে পাকিস্তান ভাঙার দায় নিলেন না, অন্যদিকে স্বাধীনতার ডাক দেন। এ জন্যই বঙ্গবন্ধুকে অন্যতম বিচক্ষণ নেতা বলা হয়, বলেন তোফায়েল আহমেদ।

বঙ্গবন্ধুর স্নেহধন্য তোফায়েল বঙ্গবন্ধুর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরে বলেন, যে মানুষটি বাংলাদেশের জন্য, বাংলার মানুষের জন্য অনেক কিছু দিয়েছেন তাকে ২৩ ফেব্রুয়ারি ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। ওই দিন ১০ লাখ মানুষের সামনে আমি হাত উঁচিয়ে মহাননেতাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার ঘোষণা দেই, তাতে সভায় উপস্থিত ১০ লাখ মানুষ হাত উঁচিয়ে সাড়া দেন।

তোফায়েল আরও বলেন, দলের নিবেদিতপ্রাণ কর্মীদের জন্য বঙ্গবন্ধুর ফান্ড থাকতো। সেই ফান্ড আমার কাছে থাকতো। কিন্তু তিনি কথা কারও কাছে না বলার জন্য বঙ্গবন্ধুর নির্দেশ ছিল। বঙ্গবন্ধু কারও দুঃখ্য-কষ্ট সইতে পারতেন না। যে কারণে তিনি প্রতিমাসে তাদের অর্থ পাঠাতেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেশের শিশু হত্যা বিষয় নিয়ে প্রশ্ন তুলে কবি সৈয়দ শামসুল হক বলেন, আজ আমরা দেশজুড়ে শিশু হত্যা দেখছি? নাকি মিডিয়ার ফলাও করে প্রচারের কারণে এমনটি মনে হচ্ছে?

তিনি বলেন, বঙ্গবন্ধু শিশুদের হাতে ভবিষ্যতের ভার দিয়ে গেছেন। কিন্তু আমরা শিশুদের কি দিচ্ছি? আমার মনে হয় না শিশুদের উপযুক্ত পরিবেশ, দেশের বুকে উর্বর মাটি দিচ্ছি। অভিভাবকদের উচিত শিশুদের জন্য বিদেশের মাটি নয়, দেশের ভিতর উপযুক্ত পরিবেশ দেওয়া।

মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ক্লাবের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে