বঙ্গোপসাগরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ-৭ পতেঙ্গায় বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ বিমানটির পাইলট তাহমিদ নিখোঁজ রয়েছেন। সোমবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামের পতেঙ্গা বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে এফ-৭ প্লেনটি উড্ডয়ন করে। এর পর পরই বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, বেলা ১১টা ১০ মিনিটের দিকে পতেঙ্গা বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে এফ-৭ প্লেনটি উড্ডয়ন করে। এর পর পরই বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি চট্টগ্রাম বন্দর থেকে ছয় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়।
তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এ মুহূর্তে নির্ণয় করা যায়নি বলে জানান তিনি।
নূর ই আলমআরেো জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে পাইলট তাহমিদ নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপর বঙ্গোপসাগরে কোস্টগার্ড, বিমান ও নৌ-বাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। – See
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন