বঙ্গোপসাগরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ-৭ পতেঙ্গায় বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ বিমানটির পাইলট তাহমিদ নিখোঁজ রয়েছেন। সোমবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামের পতেঙ্গা বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে এফ-৭ প্লেনটি উড্ডয়ন করে। এর পর পরই বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, বেলা ১১টা ১০ মিনিটের দিকে পতেঙ্গা বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে এফ-৭ প্লেনটি উড্ডয়ন করে। এর পর পরই বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি চট্টগ্রাম বন্দর থেকে ছয় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়।
তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এ মুহূর্তে নির্ণয় করা যায়নি বলে জানান তিনি।
নূর ই আলমআরেো জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে পাইলট তাহমিদ নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপর বঙ্গোপসাগরে কোস্টগার্ড, বিমান ও নৌ-বাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। – See
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন