বনমন্ত্রীর খালাসের রায় বহাল থাকল

ঘুষ গ্রহণের অভিযোগে করা দুর্নীতির মামলায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মঞ্জুর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
২০০৮ সালের ১০ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮ আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছরের কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানা করে আদেশ দেন। বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্টের একটি বেঞ্চ ২০১০ সালের ২৩ আগস্ট আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস দেন। এই খালাস আদেশের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ এপ্রিল লিভ টু আপিল করে দুদক।
সোমবার দুদকের করা লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
খুরশিদ আলম খান জানান, সেনাসমর্থিত ফখরুদ্দিন-জেনারেল মঈনের সরকারের আমলে ২০০৭ সালের ২৫ আগস্ট শাহবাগ থানায় এ মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারের আমলে যোগাযোগমন্ত্রী থাকাকালে আনোয়ার হোসেন মঞ্জু বাগেরহাটের মোল্লারহাট থেকে টাউন নোয়াপাড়া পর্যন্ত সংস্কারের কাজে ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন