“বনরুপা বাজার সমতাঘাটে উজানী কুটির অয়েল পাম্পের শুভ উদ্ভোধন”
রাঙামাটি প্রতিনিধি :
ডিজেল, কেরোসিন, মুবিল পাইকারী ও খুচরা বিক্রয়ের জন্য বনরুপা সমতা ঘাটে (বাজার) উজানী কুটির অয়েল পাম্পের শুভ উদ্ভোধন করা হয়েছে। ২৭শে ফেব্রুয়ারী (সোমবার) সকাল সাড়ে ১০ঘটিকার সময়ে বনরুপা ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি স্নেহাশীষ চাকমা অয়েল পাম্পটি উদ্ভোধন করেন। উদ্ভোধনীর আগে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় পায়রা উঁড়ানো হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বনরুপা ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি স্নেহাশীষ চাকমা ( আশীষ) উপস্থিত ছিলেন। এছাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক জিকেসন চাকমা, বোট মালিক সমিতির সভাপতি প্রবীণ চাকমা পলাশ সহ এলাকার ব্যক্তিবর্গ ও বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
স্নেহাশীষ চাকমা ( আশীষ) বলেন, উজানী নামের অর্থের সাথে কাজের মিল থাকতে হবে।উজানী মানে হচ্ছে উন্নতির অগ্রসর হওয়া। আশা রাখি এই উজানী কুটির অয়েল পাম্পটি সুনাম অর্জন করবে। এখানে যারা বোট মালিক ও ইঞ্জিন চালিত বোট, নৌকার মালিক রয়েছেন এবং সর্বস্তরের জনগনকে কেরোসিন,মুবিল, ডিজেল কেনার জন্য আহব্বান জানান।
উজানী কুটির অয়েল পাম্পের মালিক মো: রুবেল বলেন, আমি অনেক আশাবাদী। আমার ব্যবসা যাহাতে উন্নতি হয় তার জন্য সর্বস্তরের জনগনকে সব ধরনের তেল কেনার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং তিনি আর ও বলেন, আমি সর্বস্থরের ইঞ্জিন চালিত বোট মালিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কেননা এখানে সব কিছু পাইকারী ও খুচরাই কেনার সুযোগ-সুবিধা পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রিবিস্তারিত পড়ুন
ভূমিধসে তিন সন্তানকেই হারালো যে দম্পতি
বান্দরবান শহর থেকে দুতিন কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ী গ্রাম লিমুভিরি।বিস্তারিত পড়ুন
৫ জুন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ
শুক্রবার রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনার জের ধরেবিস্তারিত পড়ুন