বন্দরে সিগারেট জব্দের ঘটনায় মামলা
চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা সিগারেট জব্দের ঘটনায় সিএন্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টার ট্রেডিং কোম্পানির কর্মকর্তা ও আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশন লিমিটেডের পরিচালনা পর্ষদকে আসামি করে চোরাচালান আইনে মামলা করছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে কাস্টমস কর্তৃপক্ষের রাজস্ব কর্মকর্তা মামুন মিয়া বাদি হয়ে নগরীর বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
আসামিরা হলেন-সিএন্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টার ট্রেডিং কোম্পানির প্রোপাইটর কামির হোসাইন, কর্মচারি কাইয়ুম হোসেন ও মো.জসিম। এছাড়া আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে আসামি করা হয়েছে। এর মধ্যে কাইয়ুম ও জসিম গ্রেপ্তার আছেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই সাজ্জাদ কামাল বলেন, ‘বন্ড সুবিধার অপব্যবহার করে সুতার বদলে দামি সিগারেট আনার ঘটনায় চোরাচালান আইনে চারজনকে আসামি করে মামলা করছে কাস্টমস কর্তৃপক্ষ। মামলায় আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশনের পরিচালনা পর্ষদকে আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে বুধবার শতভাগ সুতি সুতা আমদানির নামে সাভারের জিরাবো এলাকার জেনেটিক ফ্যাশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আরব আমিরাত থেকে বিদেশি সিগারেটগুলো আমদানি করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কায়িক পরীক্ষার সময় বিষয়টি নিশ্চিত হয়ে কন্টেইনারটি জব্দ করে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। এতে ইজি ও মন্ড ব্যান্ডের ২৮৮ কার্টন সিগারেট ছিলো। চালানটি খালাসের দায়িত্বে ছিলো সিএন্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টার ট্রেডিং কোম্পানি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন