বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বন্ধ হয়ে গেল এশিয়া কাপের দরজা : দিশেহারা বাংলাদেশ

আবহাওয়া মাত্রাতিরিক্ত ঠাণ্ডা ছিল। ৬ ডিগ্রির নিচে। ছিল বৃষ্টিও। তাই বলে ২০০৭ সালের মতো পাঁচ গোল হজম করাটা নতুন কোচ ফ্যাবিও লোপেজ আর তার ছেলেদের ব্যর্থতাকে আড়াল করতে পারছে না। ফিরতি লেগে স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে এক প্রকার দিশেহারা হয়ে পড়ে মামুনুলরা। ঢাকায় এই দলের বিপক্ষে ১-১ ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই একটি পয়েন্টই সম্বল। এই হারের ফলে এশিয়া কাপের দরজাও বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের।

তাজিকদের সঙ্গে জিতলে পাঁচ দলের গ্রুপে চতুর্থ হওয়ার সম্ভাবনা থাকতো। সে ক্ষেত্রে এশিয়া কাপের বাছাইপর্বের দরজাটাও খুলে যেত।

এদিন ২৬ মিনিটের মধ্যে তাজিকিস্তানের বিপক্ষে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১৬ আর ২৬ মিনিটের সময় দুটি গোলই করেন ডিজালিলভ। পরে করেছেন আরো দুটি।

ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে ডিজালিলভ বাংলাদেশের বক্সে ঢুকেছিলেন। সময় না নিয়ে শট নেন তিনি। বল চলে যায় বাইরে। ডিজালিলভের পাশে ছিলেন খামারাকুলভ। ডিজালিলভ তাকে বল ছাড়লে বিপদে পড়তে পারত বাংলাদেশ। দশম মিনিটে ডিজালিলভ ফের বাঁ দিক থেকে বক্সে ঢুকে পড়েন। বিপদজনক যায়গায় ছিলেন। তিনি বল ছাড়তে চেয়েছিলেন। কিন্তু কমল ঠিক সময় চলে আসায় বিপদমুক্ত হয় বাংলাদেশ।

১৬তম মিনিটে ডান দিক দিয়ে বল নিয়ে বাংলাদেশের বক্সে ঢোকেন তাজিকিস্তানের অধিনায়ক ভ্যাসিভ। বক্সের ভেতর ঠিক মাঝখানে অরক্ষিত ছিলেন ওই ডিজালিলভ। ভ্যাসিভের থেকে বল পেয়েই শট করেন গোলে। বোকা বনে যান গোলরক্ষক সোহেল। অবাক করা বিষয় প্রায় পুরোটা সময় মার্কহীন ছিলেন দলটির গুরুত্বপূর্ণ এই স্ট্রাইকার। যেমন গতি, তেমন দক্ষতা। বাংলাদেশ তাকে কেন এতটা কম গুরুত্ব দিল, সেটা বিস্ময়ের জন্ম দিচ্ছে। রায়হান, কোমলরা ডিজালিলভের গতির কাছে দারুণভাবে মার খেয়েছেন। ডিফেন্স লাইনে যে কয়বার তিনি বল পেয়েছেন, কোমলদের কয়েক গজ পেছনে ফেলে বক্সে ঢুকেছেন।

তাজিকিস্তান প্রথমার্ধের প্রায় সবকটি আক্রমণ ডান দিক দিয়ে করে। কোমলরা এক সঙ্গে আক্রমণে উঠতে আর নামতে যেয়েই খেই হারিয়ে ফেলেন। ২৬তম মিনিটের সময় আবার ডান দিক দিয়ে আক্রমণে যায় তাজিকিস্তান। ডিজালিলভকে চোখেই রেখেছিলেন কমল। কিন্তু আটকাতে পারেননি। এক ছটকায় আউটসাইড করে বেরিয়ে যান। এতটুকু সময় নষ্ট না করেই দূর থেকে শট নেন। নিরুপায় সোহেল দ্বিতীয় গোল হজম করেন।

বাংলাদেশ গোলে প্রথম শট রাখে ৩৩তম মিনিটে। বেশ খানিকটা দূর থেকে হেমন্তর দুর্বল শট জমা পড়ে গোলরক্ষক ডোডভের হাতে। ৩৪তম মিনিটে বাম দিক থেকে ফরওয়ার্ড লাইনে ওভারল্যাপ করে উঠে আসেন কোমল। ইনসাইড-আউট সাইড করে বল দেন মামুনুলকে। ঠিক পজিশনেই ছিলেন টাইগার অধিনায়ক। কিন্তু গোলে বল রাখতে পারেননি। বারের উপর দিয়ে মারেন।

৫১তম মিনিটে গোলমুখি ডিজালিলভকে বক্সের ভেতর ফেলে দেন নাসির। পেনাল্টি পায় তাজিকিস্তান। আজারভ গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন দলকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে শতভাগ তালগোল পাকিয়ে ফেলে মামুনুলরা। ৫৪তম মিনিটে লোপেজ মাঠে নামান মাশুক মিয়া জনিকে। উঠিয়ে আনেন রনিকে। আক্রমণাত্মক ফুটবল খেলতে যেয়ে রক্ষণ দৃষ্টিকটু ব্যর্থতার পরিচয় দেয়। কে ডিফেন্সিভ মিডফিল্ডার, কে মূল ডিফেন্ডার সেটাই বোঝাই যাচ্ছিল না।

৫৯তম মিনিটে ডিজালিলভ হ্যাট্রিক পূরণ করেন। বক্সের ভেতর এরিয়াল বলে হেড করেন। দুর্বল হেড ছিল। বল মাটিতে পড়ে সোহেলের মাথার উপর দিয়ে বারে লাগে। ফিরতি বলে টোকা দিয়ে জালে জড়ান। ডিজালিলভের পাশে ছিলেন কেষ্ট। কিন্তু তাকে আটকানোর চেষ্টা করেননি!

৭০তম মিনিটে মামুনুলের কর্নার থেকে করা জীবনের হেড আরেকটু বুদ্ধিদীপ্ত হলে এক গোল শোধ দিতে পারত বাংলাদেশ। বরং মিনিট চারেক বাদেই ব্যবধান ৫-০ করে ফেলেন ওই ডিজালিলভ। এটি তার চতুর্থ গোল। বক্সের ভেতর ক্রস পেয়ে প্রথম টাসে একটু সামনে যান। তারপর কেষ্টর সামনে থেকে বিদ্যুৎগতির শটে বল জালে জড়ান।

২০০৭ সালে এই দলের বিপক্ষে পাঁচ গোল হজম করলেও ২০১০ সালে তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। আবার সেই পাঁচ গোল হজম কিন্তু একটা বার্তা দিয়ে গেল- ২০০৭ থেকে ২০১৫; তেমন কিছু বদলায়নি!

এই সংক্রান্ত আরো সংবাদ

ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা