বন্যহাতির আক্রমণে গৃহবধূসহ তিনজনের মৃত্যু
ঝিনাইগাতী সীমান্তের গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পানবর গ্রামের সুন্নত আলীর স্ত্রী গৃহবধূ আহিতন (৪৫), গুরুচরণ দুধনই গ্রামের মৃত শাহ মামুনের ছেলে জহুরুল হক (৫৫) ও মৃত আইতুল্লার ছেলে আব্দুল হাই (৬৫)।
কাংশা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক, সাবেক চেয়ারম্যান আনার উল্যাহসহ এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় অর্ধশতাধিক বন্যহাতি ওই গ্রামে আক্রমণ চালায়। হাতির দল প্রায় ১০ একর জমির আমন ধান খেয়ে ফেলে। কৃষকদের কয়েকটি বাড়িও গুড়িয়ে দেয়। গ্রামবাসী মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়াতে গেলে পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক অবনী ভূষণ ঠাকুর, বন্যপ্রাণি বন সংরক্ষক অসীত রঞ্জন পাল, ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা গোবীন্দ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমসহ আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সংসদ সদস্য ফজলুল হক নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় এলাকার শতশত লোক সংসদ সদস্যের কাছে দাবি জানান, আমরা সাহায্য চাই না, বন্যহাতির কবল থেকে বাঁচতে চাই। এলাকাবাসীর দাবি বন্যহাতি তাড়াতে হবে। না হয় আমাদের অন্যত্র পুর্নবাসন করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন