বন্য প্রাণী তাড়াতে হানি সিং

ভারতের তুমুল জনপ্রিয় সংগীত শিল্পী হানি সিংয়ের গান এবার বন্য প্রাণী তাড়ানোর কাজে সাহায্য করছে। ভারতের উত্তরাখণ্ডের কৃষকেরা তাদের ফসলের জমি রক্ষা করতে হানি সিংয়ের গান ব্যবহার করছেন।
কাহিনী অনেক উদ্ভট মনে হলেও, গ্রামবাসী সত্যিই তাদের কৃষি জমি বন্য শুয়োরের কাছ থেকে রক্ষা করার জন্য হানি সিংয়ের গানের ব্যবহার করছেন। এটি সম্ভবত হানি সিং এর জীবনের এখন পর্যন্ত সবচেয়ে নিম্নতম বিন্দু।
উত্তরাখণ্ড এর কৃষি ক্ষেত্রে বন্য শুয়োর ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছে। তাই এদেরকে মোকাবেলা করার জন্য রাজ্য সরকার কৃষকদের প্রয়োজনীয় সকল ব্যবুস্থা নিতে বলেছেন। তারা পশুদের সাথে শক্তি প্রয়োগ করে বিফল হয়েছেন। কারণ, পশুরা অনেক শক্তিশালী যার ফলে তারা শক্তি প্রয়োগ করে এদের সাথে জয়ী হয়ে পারবে না। তাই তারা এখন তাদের মেধার ব্যবহার করছেন।
তারা তাদের জমির পাশে ইয়ো ইয়ো হানি সিং ও অন্যান্য পাঞ্জাবী শিল্পীদের গান অনেক জোরে বাজাতে শুরু করল। তখন চাষীরা তাৎক্ষণিক প্রেরণা পায়। এতে শুধু শুয়োর নয়, সাথে সাথে অন্যান্য বন্য প্রাণীরাও আসা বন্ধ করে দেয়।
বিশন জান্তওয়াল নামের একজন কৃষক জানান, তার আলুর ফলন রক্ষা করার জন্য তাঁর কৃষিজমির চারপাশে লাউডস্পিকার ইনস্টল করা হয়েছে। তিনি এখন অত্যন্ত খুশি। কারণ, এখন আর প্রাণীদের আনাগোনা সেখানে নেই।
ধীরে ধীরে এখন তাদের কাছাকাছি গ্রামে এই একই ব্যবস্থা শুরু করেছেন বাকি কৃষকেরা।–সূত্র: ইন্ডিয়া টাইম্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন