বব ডিলানের ভক্ত হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন বারাক ওবামা

পুরস্কার, সম্মাননা এসব বরাবরই এড়িয়ে চলেন বব ডিলান। এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। পাঁচ দিন পেরিয়ে গেলেও এ নিয়ে কোনো কথা বলেননি। নোবেল পেয়ে তিনি সন্তুষ্ট না ক্ষুব্ধ তাও জানা যায়নি। নোবেল কমিটিও বব ডিলানের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেনি।
বব ডিলানের ব্যতিক্রমধর্মী এ আচরণ প্রথমবারের মতো আলোচিত হয় ১৯৬৩ সালে। তখন `টম পাইনি অ্যাওয়ার্ড` পেয়েছিলেন স্বাধীনতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও যৌক্তিক চিন্তাভাবনায় মানুষকে উৎসাহিত করার জন্য। পুরস্কারটি নিতে তিনি একদমই অনাগ্রহী ছিলেন। উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করলেও সেটা যে অনিচ্ছাকৃতভাবেই করছেন সেটা বুঝিয়ে দিয়েছিলেন।
`থিংস হ্যাভ চেঞ্জড্` ছবির জন্য ২০০০ সালে বব ডিলান অস্কার পান `বেস্ট অরিজিনাল সং` ক্যাটাগরিতে। `ওয়ান্ডার বয়েস` ছবিতে ব্যবহার হয়েছিল সেই গান। সেবার পুরস্কার নিতেই যাননি ডিলান। পরে অস্ট্রেলিয়া থেকে ভিডিও লিংকের মাধ্যমে অস্কার গ্রহণ করেছিলেন তিনি।
২০০৭ সালে স্পেন থেকে ওসতারিয়াস মেডেল পেয়েছিলেন। সেই সম্মানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন স্পেনের ক্রাউন প্রিন্স। কিন্তু ডিলান সেই অনুষ্ঠানে যাননি।
`কৃষ্ণাঙ্গ ইতিহাসের মাস` উপলক্ষ্যে ২০১০ সালে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে সংগীত পরিবেশন করার জন্য আমন্ত্রণ করা হয় বব ডিলানকে। আমন্ত্রণ গ্রহণ করতে প্রথমে একদমই অনিচ্ছুক ছিলেন তিনি। শেষে রাজি হন আসতে। হোয়াইট হাউসে নির্ধারিত সময়ে এসে গান গেয়েই বেরিয়ে যান। আনুষ্ঠানিকভাবে কোনো ছবি তোলেননি, অন্য আয়োজনেও অংশ নেননি।
বব ডিলানের ভক্ত হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন আমেরিকার দুই মেয়াদের প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১০ সালে বব ডিলান যখন হোয়াইট হাউসে আসেন তখন ওবামাই ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। ২০১৩ সালে ওবামা ২০১০ সালে হোয়াইট হাউসে ডিলানের আসা নিয়ে কথা বলেন। তিনি বলেন, এ জন্যই ডিলানকে এত ভালোবাসি।কিছুটা ব্যাতিক্রম সে। ডিলান তেমনই যেমনটা আপনি আশা করেন। ডিলান সবার সাথে পার্টি করে বেড়াবে, ছবি তুলবে, মজা করবে, এমনটা নিশ্চয়ই আপনি আশা করেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন