সোমবার, মে ১৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জামায়াতের নতুন আমিরের বক্তব্যে ‘পরিবর্তনের সুর’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মকবুল আহমাদ দলটির নতুন আমির নির্বাচিত হয়েছেন। আমির নির্বাচিত হওয়ার পর দেয়া তার এক বক্তব্যে দলটির নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। স্বাধীনতাবিরোধী এই দলের নতুন নেতৃত্ব নিয়ে বুধবার বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের মামলায় জামায়াতের শীর্ষ নেতারা গ্রেফতার হওয়ার পর থেকেই মকবুল আহমাদ ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন। দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক সালাহউদ্দিন বাবর বিবিসি বাংলা-কে বলেন, জামায়াতে ইসলামীকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, ‘একসময় মূলধারার রাজনীতিতে ছিল জামায়াতে ইসলামী, কিন্তু এখন দলটির যে অবস্থা তা খুব একটা স্বাভাবিক নয়। তাদের ভেতরে ভেতরে কাজ করতে হচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ড ইন্টারনেট ভিত্তিক হচ্ছে।’

সালাহউদ্দিন বাবরের মতে, জামায়াত যে সমস্যার মধ্যে পড়েছিল, তার বড় একটা বিষয় ছিল নতুন নেতা নির্বাচন করা।

রাজনীতিতে জামায়াতে ইসলামীর সক্রিয় হওয়ার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নে তিনি বলেন, ‘জামায়াত ক্যাডারভিত্তিক সংগঠন। এর মজলিসে শুরাই সবকিছু নির্ধারণ করে। একজন শিক্ষক হিসেবে মকবুল সাহেব শান্তশিষ্ট মানুষ, দলকে তিনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবেন।’

সিনিয়র এই সাংবাদিক বলেন, ‘সময়ই বলে দেবে নতুন আমির জামায়াতকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। তবে তিনি জামায়াতকে আস্তে আস্তে সক্রিয় করার চেষ্টা করবেন এবং তার সহযোগীরাও তাকে সাহায্য করবেন।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের অবস্থান শক্ত হওয়ার জন্য এখনও আরও অনেক ধাপ বাকি আছে। নতুন আমির নির্বাচিত হওয়ার পর কর্মপরিষদ, সেক্রেটারি জেনারেল নিয়োগ দেয়া হবে।’

জামায়াতের নতুন আমির নির্বাচিত হওয়ার পর মকবুল আহমাদ যে বক্তব্য দিয়েছেন তাতে পরিবর্তনের সুর আছে বলেও মনে করেন সালাহউদ্দিন বাবর। তিনি মনে করেন, ‘জামায়াতের নতুন আমির দায়িত্ব গ্রহণের পর মুক্তিযুদ্ধের কথা তুলে দেশের সব নেতার প্রতি তিনি যেভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সেই ধারা অব্যাহত থাকলে জামায়াত আবার সম্মুখ রাজনীতিতে চলে আসবে।’

শপথ নেয়ার পর এক বিবৃতিতে জামায়াতের আমির বলেছিলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে সকল জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা ও অকৃত্রিম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের কথা আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’

‘বিশেষভাবে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল অবিসংবাদিত নেতাকে আমি স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি’ যোগ করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

বিএনপি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা 

গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষে আন্দোলন চলছে এবং জনগণেরবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

  • আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতা বিরোধীদের নীলনকশার অংশ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
  • পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মির্জা ফখরুল
  • ড. ইউনূসসহ ১৪ জনের জামিন 
  • সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 
  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন
  • খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুবকে অব্যাহতি
  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী