বয়ফ্রেন্ডকে স্তনপান করাতেই চাকরি ছাড়লেন তরুণী
‘‘তৃষ্ণা আমার বক্ষ জুড়ে/আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন/সন্তাপে প্রাণ যায় যে পুড়ে/ ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়’’ মনের গভীরে আকাঙ্খার ঝড় উঠলে কি সহজে থামানো যায়? উত্তরটা অবশ্যই বড় হরফেই হবে ‘না’
নারীর বুকে যখন বারবার এরকমই টর্নেডো ওঠে তখন লণ্ডভণ্ড হয়ে যায় তাঁর মনন৷দাবিয়ে রাখতে চাইলেও সে অস্ফুটে বলে ওঠে ‘‘ও যে মানে না মানা’’৷ নারীর শারীরিক চাহিদা পুরুষের থেকেও শতগুণ বেশি৷ আর সেখানে যদি একটা প্রবল মনের সংযোগ থেকে যায়, তাহলে তা ঐরাবতের মতোই গুঁড়িয়ে দিতে চায় সব না-পাওয়ার দেওয়াল৷
‘অ্যাডাল্ট ব্রেস্টফিডিং রিলেশনশিপ’ (এবিআর) ও অনেকটা নারীর সেই ইচ্ছার মতোই৷ যা নিয়ে এতক্ষণ বলা হচ্ছিল৷ নারীর পুরুষকে স্তনপান করানোর ব্যাখা অনেকেই চোখ বুজে ‘প্রবল যৌনতার’ মোড়কেই বেঁধে ফেলতে চাইবে৷ কিন্তু গভীরে গেলে এর এক আলাদা অর্থ রয়েছে৷ যে নারী এখনই মা হতে চাইছে না, অথচ সে তার বুকের তৃষ্ণা মেটাতে চায় অন্যভাবে, সেই বেছে নেয় এবিআর৷ এই সম্পর্ক গড়ে তোলার জন্যও অনেক সাইট রয়েছে৷ ডেটিং সাইটেও কথা বলতে বলতে কেউ এই ‘খোয়াইশ’ জানিয়ে দেয় অপর প্রান্তের মানুষটিকে৷
এই সম্পর্কের এক অসাধারণ টান রয়েছে৷ নেহাত ভালোবাসার বাইরে এই টানকেই ‘ম্যাজিকাল বন্ডিং’ বলে অনেকে৷ যেমনটা অনুভব করে ফ্লোরিডার জেনিফার মুলফোর্ড৷ সে এই সম্পর্কে এতটাই ‘লয়্যাল’ যে, নিজের চাকরিটাই ছেড়ে দিলেন শুধু বয়ফ্রেন্ড ব্র্যাড লেসনকে স্তনপান করানোর জন্য৷ জেনিফার কিন্তু সন্তান প্রসব করেননি৷ বছর ৩৬-এর সঙ্গীই তাঁর এখন ভীষণ কাছের৷ সেই তাঁর সবকিছু৷ যাকে সঁপে দেওয়া যায় ভালোবেসেই৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন