বরিশালে ঝাড়ুদারকে গলাকেটে হত্যা
বরিশাল: বাকেরগঞ্জে গৌতম মালী (৪৫) নামে এক ঝাড়ুদারকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে নিহতের স্ত্রীর দাবি, গৌতম মালীর মামাতো ভাই ও তার সহযোগী মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রোববার রাত ৮টার দিকে উপজেলার চরাদী বাজার সংলগ্ন বোর্ড স্কুলের পেছনে তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহত গৌতম মালী উপজেলার সিংহবাড়ি বাজারের ঝাড়ুদার ছিলেন।
চরাদী বাজারের বাসিন্দা ফারুক মল্লিক জানান, এক বাড়িতে দিনমজুরের কাজ শেষে গৌতম মালী বিকেল বেলা বাজার ঝাড়ু দিতে যান। কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে যওয়ার পথে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের (বোর্ড স্কুল) পেছনে তার গলায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে তার শ্বাসনালী কেটে গেলে বাজারের পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম জব্বারের কাছে নেয়া হয়। কিন্তু তার আগেই তিনি মারা যান বলে জানান ওই চিকিৎসক।
নিহত গৌতম মালীর স্ত্রী দিপালী রাণীর বরাত দিয়ে ফারুক মল্লিক আরও জানান, তার মামাতো ভাই চরামদ্দী গ্রামের মানিক মালী এবং তার এক সহযোগী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আহত অবস্থায় দৌড়ে বাড়ি এসে তিনি স্ত্রীর কাছে এ কথা জানিয়েছেন।
এ ব্যাপারে বরিশালের পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামন জানান, ঘটনাটি তারা শুনেছেন। ঘটনাস্থলে বাকেরগঞ্জ থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই নিঃসন্তান গৌতম মালী হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।
লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে বলেও জানান পুলিশ সুপার।
এই সংক্রান্ত আরো সংবাদ
আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে হাসান
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা উসিলা আর উপলক্ষে নির্বাচনীবিস্তারিত পড়ুন