বরিশালে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, থানায় মামলা দায়ের।।
স্পেশাল প্রতিনিধিঃ বরিশাল উজিরপুরে পুর্ব শ্ত্রুতার জেরধরে মাছের ঘেড় থেকে উচ্ছেদ করার জন্য বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। উজিরপুর মডেল থানায় ৬ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মধ্য বড়াকোঠা গ্রামে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য প্রফুল¬ হালদারের মা-বাবার আর্শীবাদ মৎস্য ঘেড়ে ৩১ জানুয়ারী বড়াকোঠা গ্রামের সন্ত্রাসী মনির হাং, জসিম হাং, শহিদ হাং,রনি কাংসি গ্রামের সুন্দর আলি হাং, ইউসুফ হাং মিলে ঐ ঘেড়ে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাঝ নিধন করে।
এব্যাপারে প্রফুল¬ হালদার জানান, দীর্ঘবছর পর্যন্ত এলাকার চাষীদের নিয়ে মাছ চাষ করে আসছি। কিছুদিন পুর্বে ঐসন্ত্রাসী চক্রটি ঘেড় নিয়ে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে।
এমনকি কখনো ডিবির লোক সাজিয়ে, কখনো র্যাব ও পুলিশকে ভুল বুঝিয়ে হয়রানী চালিয়ে ছিল। এছারা বিভিন্ন সময় ক্ষয়-ক্ষতি ও প্রাননাশের হুমকী দিয়ে আসছে। প্রশাসনের নির্দেশে ঘেড় বন্ধ করে দিয়ে সকল ঘেড়ের মাছ পাশেই আমার নিজ জমিতে পুকুরে জমা করি।
সন্ত্রাসীরা বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য গোলাম সরোয়ার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন