বল করতে নামছেন মুস্তাফিজরা
আইপিএল-এর নবম আসরে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ গুজরাট লায়ন্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটিতে শুরুতে বল করতে নামছেন মুস্তাফিজরা।
বৃহস্পতিবার সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
প্রথমবারের মতো আইপিএল-এ খেলছে গুজরাট। নিজেদের প্রথম আসরেই বাজিমত। প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয়। হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকেও।
সানরাইজার্সের সময়টা ভালো যাচ্ছে না। তিন ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল। শেষ ম্যাচটায় ঘুরে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজরা। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখার পালা দলটির।
আইপিএল-এ নিজের অভিষেক ম্যাচ থেকেই দলের প্রধান বোলিং ভরসা হয়ে দাঁড়িয়েছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত তিন ম্যাচে চার উইকেট শিকার করেছেন। প্রথম ম্যাচে দুই উইকেট ও পরের দুটি ম্যাচে একটি করে উইকেট পেয়েছেন তিনি। সেই সঙ্গে রয়েছে তার নিয়ন্ত্রিত বোলিং।
গুজরাট লায়ন্স একাদশ: অ্যারোন ফিঞ্চ, ব্রেন্ডন ম্যাককালাম, সুরেশ রায়না (অধিনায়ক), দিনেশ কার্তিক, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, অক্ষদিপ নাথ, ডেইল স্টেইন, প্রবীণ কুমার, দাওয়াল কুলকারনি ও প্রবীণ টাম্বে।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), হেনরিকস, দীপক হুদা, ইয়ন মরগান, নামান ওঝা, বিপুল শর্মা, অদিত্য তারে, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও বারিন্দার স্রান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন