শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বস টু’ ছবির প্রচারণায় ঢাকায় জিৎ, সংবাদ সম্মেলনে যা বললেন

কলকাতার একটি অচেনা জায়গা থেকে মুম্বাইতে রাজত্ব করতে যান দুই বাংলার জনপ্রিয় নায়ক জিৎ। দাপটের সঙ্গে সব মাফিয়াকে নিয়ন্ত্রণে এনে তিনি হয়ে যান বসদের বস। তিনি এসেছেন ঢাকায়। কিন্তু এখানকার সাম্রাজ্যের দখল নিতে নয়, আসছে ঈদে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’। আর এই ছবির প্রচারণায় অংশ নিতে এসেছেন তিনি।

এর আগে গত বছর ‘বাদশা’ ছবির জন্য ঢাকায় এসেছিলেন জিৎ। সেবার রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এবারো একই স্থানে, একই মঞ্চে বসে সফরের শুরুতেই আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন জিৎ। এখানে উপস্থিত ছিলেন জিৎ​, নুসরাত ফারিয়া আর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

ইফতারের আগে মঞ্চে উপস্থিত হন জিৎ। এ সময় তিনি বলেন, বাংলাদেশে গতবার রোজার সময়ে ‘বাদশা’ ছবির প্রচারণার কাজে ঢাকায় এসেছিলাম। এবার আবারও আসা হলো। আপনাদের সঙ্গে ইফতার করতে বেশ ভালো লাগে আমার। ‘বস টু’ একটা ভিন্নমাত্রার একটি ছবি। এ ছবিতে ফারিয়াসহ অন্যরা দারুণ কাজ করেছেন। ফারিয়া টিকে থাকতে পারলে আন্তর্জাতিক মাপের শিল্পী হতে পারবে। ’আপনারা সবাই মিলে ছবিটি দেখবেন। ছবিটি ভালো লাগলেই আমার স্বার্থকতা।

এই ছবিতে আরো অভিনয় করেছেন ওপার বাংলার আরেক অভিনেত্রী শুভশ্রী। জিৎ -ফারিয়া উপস্থিত থাকলেও কেন আসলেন না শুভশ্রী এমন প্রশ্নের জবাবে জাজ এর কর্নধার আব্দুল আজিজ জানান, শুভশ্রী বর্তমানে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে এবং ভিসা জটিলতায় আসতে পারেননি।

আব্দুল আজিজ আরো বলেন, ‘বস টু’ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠে এবারের ঈদে ছবিটি মুক্তি পাবে বলেও নিশ্চিত করেছেন আব্দুল আজিজ।

নুসরাত ফারিয়া ছবিটি নিয়ে বলেন, এ ছবিতে জিতের সঙ্গে আমার কোনো রোমান্টিক দৃশ্য নেই। আয়েশা নামে একটি ভিন্ন ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন।

সংবাদ সংম্মেলন এ জিৎ আরো জানান, যৌথ প্রযোজনার সব নীতিমালা মেনে ‘বস টু’ ছবিটি নির্মাণ করা হয়েছে। এই ছবির মুক্তি নিয়ে সংকট তৈরি হয়েছে ‘আমি আশা করি যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে তা কাটিয়ে উঠে আগামী ঈদে নিশ্চয়ই ছবিটি মুক্তি পাবে। কেননা আমি মনে করি ‘বস টু’ যৌথ প্রযোজনার সব নীতিমালা অনুসরণ করেছে।’

জিৎ আরো বলেন, সামনে ভালো গল্প, অনুমতি আর ইতিবাচক পরিবেশ থাকলে যৌথ প্রযোজনা নয়, বাংলাদেশে তিনি একক ভাবে ছবি প্রযোজনা করতে চান।

ছবিটি মুক্তির আগেই একটি গান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। গানটিতে বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়ার ঠোঁটে ‘আল্লাহ মেহেরবান’ কথার গান প্রকাশ পায় যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়ে। একই সঙ্গে আইনি নোটিশে পাঠানো হয় জাজ মাল্টিমিডিয়ার কাছে। পরে অবশ্য গানের কথায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় জাজ।আল্লা মেহেরবান পরিবর্তন করে করা হয় ইয়ার মেহেরবান।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, সৈয়দ হাসান ইমাম, অমিত হাসান, সুষমা, মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার নওশাদ আহমেদ, প্রযোজক নাসির উদ্দিন দিলু, জাকির হোসেন রাজু, নাদের চৌধুরী প্রমুখ।

‘বস টু’ পরিচালনা করেছেন বাবা যাদব ও আবদুল আজিজ। যৌথ ভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের জিৎ​ এন্টারটেইনমেন্ট লিমিটেড।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন