রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রাজধানীতে ফের ভারি বৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

টানা দুই দিন বৃষ্টির পর আজ বুধবার রাজধানী ঢাকায় ফের ভারী বৃষ্টি হলো। একই সঙ্গে সিলেট ও চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি ও এরসঙ্গে পাহাড় ধসের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

তবে সমুদ্রবন্দরগুলোর জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আজ বুধবার বিকেল পৌঁনে ৫টায় ঢাকায় বৃষ্টি শুরু হয়। চলে সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত। টানা দুই ঘণ্টার এই বৃষ্টিতে রাজধানীর গুলিস্তান, পল্টন, কাকরাইল, যাত্রাবাড়ী, মিরপুর, মালিবাগ, রাজারবাগ, মগবাজার, মাতুয়াইল, ডেমরা, রামপুরাসহ বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এদিকে এই বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন অফিস ফেরত নগরবাসী। অনেককে ইফতারির সময় পথে-ঘাটে আটকে থাকতে হয়েছে।

এ ছাড়াও বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গুলিস্তান, পল্টন, সায়েদাবাদ, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট, বাংলামোটর, মালিবাগে যানজটে আটকা পড়েছে হাজারো মানুষ।

আবহাওয়া অধিদফতরের বৃষ্টি পরিমাপক কেন্দ্র থেকে জানা গেছে, বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এর আগে বিকেলে ভারী বর্ষণের সতর্কবাণীকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার বিকাল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত রবি ও সোমবার ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসে ১৪৬ জনের প্রাণহানি ঘটে। একই ঢাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঢাকার অনেক স্থানে সেই বৃষ্টির পানি আজ বুধবার নাগাদ সরেনি। এরমধ্যেই নতুন করে বৃষ্টি জলাবদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা

বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের ৭২ কর্মকর্তা চাকরি ছেড়েছেন।বিস্তারিত পড়ুন

রাজধানীর শিশু হাসপাতালে আগুন

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। আজ শুক্রবার দুপুরবিস্তারিত পড়ুন

বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান

বায়ুদূষণ বিশ্বজুড়ে এক মহামারি আকার ধারণ করেছে। দক্ষিণ এশিয়ার তিনবিস্তারিত পড়ুন

  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
  • রাস্তায় ইফতার করলেন ডিএমপি কমিশনার
  • অবশেষে ডিএনএ পরীক্ষায় জানা গেল অভিশ্রুতি নাকি বৃষ্টি
  • তিন অপহরণকারী আটক, অপহৃত শিশু উদ্ধার !
  • ধর্ষণ করার আগে ছাত্রীটিকে দল বেঁধে মারধর করল
  • কখনো অঝর ধারায়, কখনো বা থেমে থেমে বৃষ্টি, ভোগান্তি সারাদিন
  • অধরা সিদ্দিকুরের দুর্দশায় দায়ী পুলিশরা
  • রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত ২
  • মতিঝিলে জনতা টাওয়ারে আগুন
  • মিরপুর ও আশপাশের এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না