বাঁদরের পালে মানবকন্যা, মৌগলির কাহিনি এবার বাস্তবে। দেখুন ভিডিও
পুলিশ কর্মী সুরেশ যাদব ভারত-নেপাল সীমান্তের কাতারনিয়াঘাট ওয়াইল্ডলাইফ স্যাংকচুয়ারি-তে টহল দিতে গিয়ে দেখতে পান একপাল বাঁদরের সঙ্গে এই মেয়েটিও বসে রয়েছে এবং সে বাঁদরদের মতোই আচরণ করছে।
রুডইয়ার্ড কিপলিং সাহেবের কল্পনা নয়, একেবারেই খাঁটি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে খোঁজ মিলল ‘মৌগলি’-র। তবে এক্ষেত্রে সে বালক নয়, বালিকা।
উত্তর প্রদেশের এক অভায়রণ্য থেকে সম্প্রতি উদ্ধার করা হয় বছর আষ্টেকের এই মেয়েটিকে। একটি সর্বভারতীয় সংবাদ মাধমের খবর অনুযায়ী, মাস দুয়েক আগে উত্তর প্রদেশ পুলিশের কর্মী সুরেশ যাদব ভারত-নেপার সীমান্তের কাতারনিয়াঘাট ওয়াইল্ডলাইফ স্যাংকচুয়ারি-তে টহল দিতে গিয়ে দেখতে পান একপাল বাঁদরের সঙ্গে এই মেয়েটিও বসে রয়েছে। এবং সে বাঁদরদের মতোই আচরণ করছে।
সুরেশ যাদব তাকে উদ্ধার করতে গেলে তার সঙ্গী বাঁদররা তাঁকে তেড়ে আসে। মেয়েটিও একই আচরণ করে। কোনও রকমে তাকে উদ্ধার করা হয়। দ্রুত তার নামকরণ হয়ে যায়, ‘মৌগলি-কন্যা’। ডিজনির ২০১৬-র ছবির দৌলতে ১৯ শতকের সাহেব-লিখিত চরিত্র আার ভারতে তুমুল জনপ্রিয়।
কিন্তু পুলিশ এখনও জানতে পারেনি, মেয়েটি কোথা থেকে এবং কী করে বাঁদরের পালে গিয়ে পড়ল। কারণ মেয়েটি মানুষের ভাষায় কথা বলতেই পারে না। সে দু’পায়ে হাঁটতেও পারে না। তাকে উদ্ধার করে একটি হাসপাতালে রাখা হয়। সেখানে প্রথম দিকে সে যথেষ্ট বন্য ভাব দেখায়। কিন্তু ক্রমে তার আচরণে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন সেই হাসপাতালের চিকিৎসকরা।
https://youtu.be/OqzYU2YJzEI
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন