বাংলাদেশকে পৃথিবীর শান্তির দেশ করা হবে : তোফায়েল
ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী, মাদকবিরোধী ও জঙ্গিবিরোধী পরিবেশ তৈরি করে বাংলাদেশকে পৃথিবীর মধ্যে শান্তির দেশ করা হবে। জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার ভোলায় কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল বলেন, বঙ্গবন্ধু দু’টি স্বপ্ন দেখেছিলেন। একটি বাংলাদেশ স্বাধীন করা। অন্যটি সুজলা সুফলা সোনার বাংলা গড়ে তোলা। তিনি একটি করে গেছেন। আরেকটি তিনি শেষ করে যেতে পারেন নি। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন আন্তর্জাতিক নেতা।
অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, রাজনৈতিক সন্ত্রাস কখনোই শুভ হতে পারে না। জনগণই রজনৈতিক সন্ত্রাস মোকাবেলা করবে। ২০১৩, ’১৪ ও ’১৫ সালে দেশে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সন্ত্রাস করা হয়েছে। ২০১৩ সালে ১৮ জন পুলিশকে হত্যা করা হয়েছে। পুলিশকে টার্গেট করে এ হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এজন্য জেলা কমিউনিটি পুলিশকে সবার সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের জন্য পুলিশ সব ধরনের ত্যাগ স্বীকার করতে পারে। পুলিশ কোনো দলের কিংবা ব্যক্তির নয়, পুলিশ রাষ্ট্রের। পুলিশ দেশ ও জনগণের জন্য। তাই পুলিশকে প্রতিপক্ষ ভেবে কোনো লাভ নেই। পুলিশ সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। ভালো লোকজন নিয়ে কমিউনিটি পুলিশ গঠন করতে হবে। কোনো দালালের স্থান দেয়া হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন