বাংলাদেশপ্রেমী ফাদার মারিনোর শেষ ইচ্ছা পূরণ হলো না !
আবির্ভাব এবং তিরোধান ইতালির ভিচেঞ্চা প্রদেশের ভিল্লাভেরলায় হলেও হৃদয়ে ছিল তার বাংলাদেশ। বলা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী, লেখক, অনুবাদক মারিনো রিগনের কথা। গত ২০ অক্টোবর সন্ধ্যায় তিনি ইতালির ভিল্লাভেরলায় দেহত্যাগ করেন।
তবে তার ইচ্ছে ছিল বাংলাদেশের মোংলায় শেলাবুনিয়ায় শেষশয্যা নেবেন। কিন্তু হয়নি সে ইচ্ছেপূরণ। সান্ত্বনা, তার বুকের ওপরে রাখা হলো বাংলাদেশের জাতীয় পতাকা। গতকাল মঙ্গলবার রিগন পরিবারের সিমেট্রিতে তাকে সমাহিত করা হয়।
জন্মস্থান ইতালির ভিসেনসার ভিল্লাভেরলা গ্রামের একটি ক্যাথলিক গীর্জায় অনুষ্ঠিত এ শেষকৃত্যে স্থানীয় মেয়র রুজ্জেরো গনযোসহ প্রায় অর্ধশত ক্যাথলিক ধর্মগুরু যোগ দেন। ঢাকা থেকে বাণী পাঠান ইতালীয় রাষ্ট্রদূত।
মারিনো রিগনের আত্মীয় স্বজন এবং ধর্মীয় সহকর্মীসহ প্রায় দুই শতাধিক শুভানুধ্যায়ীর উপস্থিতিতে ক্যাথলিক মিশনের পক্ষ থেকে তার নানামুখী কর্মজীবন পাঠ করা হয়। যার প্রায় ৯০ ভাগ জুড়ে ছিল বাংলাদেশ।
মারিনো রিগনের শেষ ইচ্ছা ছিল খুলনার শেলাবুনিয়ায় সমাহিত হবেন। জীবিত অবস্থায় তিনি বহুবার এ কথা বলেছেন, কিন্তু তা সম্ভব হয়নি। তবে শেষ বেলায় তার কফিন ঢেকে দেয়া হয়েছিল বাংলাদেশের লাল সবুজের পাতাকায়।
মারিনো রবীন্দ্রনাথসহ বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক কবিদের প্রায় ৭০টি বই ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন। লিখেছেন বেশ কটি মৌলিক বই। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননা এবং নাগরিকত্ব দেয়া হয়। তিনি নিজের ইতালীয় পরিচয় রেখে বাংলাদেশি পরিচয় দিতে বেশি পছন্দ করতেন।
বাংলা প্রেমিক মারিনো রিগনের শেষকৃত্যে দূর-দূরান্ত থেকে অনেকেই যোগ দিলেও বাংলাদেশের কোনো সরকারি প্রতিনিধি যোগ দেননি বলে জানা গেছে। এমনকি একটা বাণীও কেউ পাঠাননি। অথচ মারিনোর পরিবারের পক্ষ থেকে মিলানোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে টেলিফোনে জানানো হয়েছিল। তারা একবারের জন্যও খোঁজ নেননি বাঙালীর এ বন্ধুকে। তবে, শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে উপস্হিত হন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ,সাংবাদিক পলাশ রহমান, ফ্রান্স প্রবাসী পুথি পাঠক কাব্য কামরুল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন