বাংলাদেশি রেফারির কারণে ফাইনালে ভারত!

আবারো নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো ভারতের মেয়েরা। চলমান মেগা এই ইভেন্টে নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট করে নেয় স্বাগতিক ভারত। নেপালকে ৩-১ গোলে হারিয়েছে ভারতের নারীরা। তবে ম্যাচ শেষে নেপালের কোচ দায়ী করলেন বাংলাদেশের রেফারি আনিসুর রহমানকে।
তিনি বলেন, ‘আমরা রেফারির বাজে কয়েকটি সিদ্ধান্তের কারণে হেরে গেছি। নিশ্চিত তিনটি পেনাল্টি দেয়নি রেফারি। শুধু আমরা নয়, ভারতও সঠিক সিদ্ধান্ত পায়নি অনেক ক্ষেত্রেই।’
শুধু তা-ই নয় নেপালি নারী ফুটবল দলের কোচ কুমার থাপা আয়োজকদেরও এক হাত নিয়েছেন। সেমিফাইনালের অন্যতম দল বাংলাদেশের প্রতি ইঙ্গিত করে ভারত-নেপাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশি রেফারি দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, ‘সেমিফাইনালে ওঠা কোনো দেশের রেফারিকে অন্য সেমিফাইনালে না দেওয়াটাই ভালো।’
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ নেপালকে ৩-১ গোলে হারিয়ে মহিলা সাফ ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে ভারত। আজ সন্ধ্যায় বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।
ভারতের হয়ে ম্যাচের ৪৫তম মিনিটে গোল করেন কমলা দেবী। প্রথমার্ধে এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিরা (১-০)।
বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে ইন্দুমাথি কাত্রিসেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় ভারত (২-০)। তবে, ৭৫ মিনিটের মাথায় ব্যবধান কমায় নেপাল। পেনাল্টির সুযোগ থেকে নেপালের হয়ে গোল করেন সাবিত্রা বান্দারি (২-১)। শেষ দিকে ম্যাচের ৮৩ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন সাসমিতা মালিক।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং মালদ্বীপ। জয়ী দলের বিপক্ষে ০৪ জানুয়ারি ফাইনালের মঞ্চে লড়বে স্বাগতিক ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন