বাংলাদেশীদের মধ্যে শীর্ষে সাকিব এরপর মাশরাফি
নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ৩-০ তে হারলেও বাংলাদেশের বোলারদের পারফরমেন্স ততোটা খারাপ ছিলো না। ব্যক্তিগত অর্জনে ঠিকই নজর কেড়েছেন বাংলাদেশের বোলাররা। সদ্য প্রকাশিত আইসিসির ক্রিকেট র্যাংকিংয়েও তারই দেখা মিললো। আইসিসির একদিনের র্যাংকিংয়ে বোলারদের তালিকায় সাকিব আল হাসান ধরে রেখেছেন আগের অবস্থান অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এগিয়েছেন এক ধাপ।
নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ৩ ম্যাচে ৫ টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। যার ফলে র্যাংকিংয়ে আগের ৬ নাম্বার অবস্থান ধরে রেখেছেন। সাকিবের রেটিং পয়েন্ট ৬৪৩। অন্যদিকে নিউজিল্যান্ডের সিরিজের ৩ ম্যাচে ৩ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে মাশরাফি এখন ১৩ নাম্বারে। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৬১৪।
এদিকে বোলারদের তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তার রেটিং পয়েন্ট ৬১৪। দুই নাম্বারে থাকা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের সংগ্রহ ৭১৩ পয়েন্ট। তিনে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। তার সংগ্রহ ৭১২ রেটিং পয়েন্ট।
বাংলাদেশী বোলারদের মধ্যে সাকিব, মাশরাফির পরেই আছেন মুস্তাফিজুর রহমান। তার অবস্থান ২৯ নাম্বারে। এরপর সেরা ১০০ তে আছেন তাসকিন আহমেদ (৮০), মাহমুদউল্লাহ রিয়াদ (৯২), শফিউল ইসলাম (৯৮)।
উল্লেখ্য, বাংলাদেশের পরের একদিনের সিরিজ শ্রীলংকার বিপক্ষে মার্চে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন