শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য প্রাথমিক ও গণশিক্ষায়

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছাত্র-ছাত্রীদের সংখ্যাসমতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে যা বিরল অর্জন। তিনি বলেন, বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষায়ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাহামার রাজধানী নাসাউতে আজ ১৯তম কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষমন্ত্রীদের সম্মেলনে এশিয়া প্যাসিফিক এবং ইউরোপীয় অঞ্চলের মিনিস্টিয়াল ককাস মিটিংয়ে সভাপতির বক্তৃতায় তিনি দেশের শিক্ষার উন্নয়নের চিত্র তুলে ধরে এসব কথা বলেন।

বিশ্বব্যাপী যোগাযোগ ও তথ্য প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাথে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার খাপ খাইয়ে নিয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও মাল্টি মিডিয়া শিক্ষণে ডিজিটাল বিষয় অন্তর্ভুক্তি, মানসম্পন্ন শিক্ষা অর্জনের যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা অর্জনে কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং পরীক্ষা পদ্ধতিকেও ঢেলে সাজানো হয়েছে। মন্ত্রী বলেন, ভিশন-২০২১ অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার দেশের বর্তমানে বাস্তবতা এবং ভবিষ্যত চাহিদার পরিপ্রেক্ষিতে উচ্চ শিক্ষার রূপরেখা তৈরি করেছে।

তিনি বলেন, দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারী শিক্ষাকে অধিকতর উৎসাহ প্রদান করা হচ্ছে। নাহিদ বলেন, নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য সরকার ৬ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ন, বই কেনা এবং পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বৃত্তি প্রদান করছে। বৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চিত্র পাল্টে দিয়েছে। তিনি বলেন, বছরের প্রথম দিনই শতভাগ ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নের সর্বোচ্চ পদক্ষেপ।

শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকার সাড়ে ১৬ কোটি ছাত্র-ছাত্রির মাঝে এক’শ একুশ কোটি বই বিনামূল্যে বিতরণ করে শিক্ষা ব্যবস্থায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। দক্ষ জনশক্তি রপ্তানিতে কারিগরি শিক্ষার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এ উদ্দেশে ৬ বিভাগে ১১ টি আধুনিক ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। ১৯তম কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষমন্ত্রীদের সম্মেলনে যোগদানের জন্য শিক্ষামন্ত্রী গত ২১ জুন বাহামা যাত্রা করেন। ২৬ জুন’১৫ পর্যন্ত এ সম্মেলন চলবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

  • বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া
  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার