“বাংলাদেশের অবশ্যই মিরাজকে একাদশে রাখা উচিত”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা মরার লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। দুই দলেই আসতে পারে পরিবর্তন। এদিকে ইএসপিএন ক্রিকইনফো’র ক্রিকেটে বিশেষজ্ঞ অজিত আগারকার বাংলাদেশ দলে মিরাজকে দেখতে চান।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ৮ জন ব্যাটসম্যান নিয়ে খেলেছিল। তবে আগারকার চান অস্ট্রেলিয়ার বিপক্ষে একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলুক বাংলাদেশ। এই প্রসঙ্গে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ” বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ৮ ব্যাটসম্যান নিয়ে খেলেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তাদের কম্বিনেশন নতুন করে সাজানো উচিত। দলে একজন বাড়তি বোলার যোগ করা উচিত।”
তিনি আরো যোগ করে বলেন, “বাংলাদেশের টপ অর্ডাররা দুর্দান্ত ফর্মে আছে সেটা আমরা প্রথম ম্যাচেই দেখেছি। আমি মনে করি, ব্যাটিং তাদের জন্য ভাবনার কারণ হবে না। কিন্তু বোলিং নিয়ে তাদের ভাবা উচিত।”
ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করেও সহজেই হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও ৩০০ রান করে খুব বেশি সুবিধায় থাকা যাবে না বলে মনে করেন এই ডানহাতি বোলার। আগারকার বলেন, “তারা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০০ রান করে, অস্ট্রেলিয়ার জন্য তা চেজ করা খুব বেশি কঠিন হবে না যদি বাংলাদেশ তাদের বোলিং শক্তি না বাড়ায়। তাই আমি মনে করি একজন ব্যাটসম্যান কমিয়ে দলে একজন বোলার বাড়ানো উচিত।”
বাড়তি বোলার হিসেবে আগারকারের পছন্দ মিরাজ। তিনি বলেন, “আমি দলে মেহেদী হাসান মিরাজের মতো কাউকে চাই। কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনাররা ভালো করবে। যদি না উইকেট পুরা সবুজ হয় তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার পেসার খেলানোর কোনো যুক্তিকথাই নাই।”
উল্লেখ্য, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া এই দ্বৈরথ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন