বাংলাদেশের ওষুধ যুক্তরাষ্ট্রসহ শতাধিক দেশে রফতানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
গত কয়েক বছরে বাংলাদেশ মা ও শিশুর মৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বাংলাদেশের ওষুধ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শতাধিক দেশে রফতানি হচ্ছে। বাংলাদেশের ওষুধ নিলে কাতারের জনগণও উপকৃত হবে।’ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে কাতারের রাষ্ট্রদূত আহামেদ মোহমেদ আল-দেহায়মির সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আহামেদ মোহমেদ আল-দেহায়মি সীমিত সম্পদ নিয়ে দক্ষতার সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সাফল্যের জন্য সরকারের প্রশংসা করেন। এ সময় তিনি বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত দু’দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টির জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আগ্রহ দেখানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।
দু’দেশের জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টিতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে, বাংলাদেশের কয়েকটি হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের অভিজ্ঞতাকে সে দেশের স্বাস্থ্যসেবায় কাজে লাগানোর আগ্রহ দেখান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন