নারী বিশ্বকাপ বাছাই পর্ব
বাংলাদেশের গ্রুপে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা
আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
আর বাংলাদেশের গ্রুপ সঙ্গী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।
অন্যদিকে ‘এ’ গ্রুপে পড়েছে ভারত ও শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও থাইল্যান্ড।
সোমবার বাছাই পর্বের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় চারটি ভেন্যুতে হবে ২০১৭ বিশ্বকাপের বাছাই পর্ব।
আগামী ২৬ জুন থেকে ২৩ জুলাই ইংল্যান্ডে হবে চূড়ান্ত পর্ব। ১০ দলের বাছাই পর্বের সেরা চার দল খেলবে সেই প্রতিযোগিতায়।
আইসিসি চ্যাম্পিয়নশিপে সেরা চারে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
বাছাইয়ে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ। দুই গ্রুপের সেরা তিনটি করে দল উঠে যাবে সুপার সিক্সে। সেখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ২১ ফেব্রুয়ারি ফাইনালে। সুপার সিক্সের সেরা চার দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন