বাংলাদেশের জন্য হায়দ্রাবাদের নাকি ৭৫ লাখ রূপি অপচয় !

বাংলাদশে-ভারত ঐতিহাসিক টেস্ট আয়োজন করে ধারের দেনায় ডুবেছে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা। সে কারণে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের আইপিএল ম্যাচ খেলাও ঘরের মাঠে অনিশ্চিত। ভারতীয় বোর্ডের কাছে চিঠি দিয়েও লাভ হয়নি। আর এখন দেখা যাচ্ছে ওই টেস্টে ৭৫.৭৮ লাখ রূপি খরচের যে দাবি করছে তারা তা নাকি অপচয়! হায়দ্রাবাদেরই হাই কোর্ট এই ঘোষণা দিয়েছে।
গত ফেব্রুয়ারিতে প্রথমবার ভারত সফরে টেস্ট খেলতে যায় টাইগাররা। তহবিলের অভাবে এই ম্যাচ শুরুতে আয়োজন করতে চায়নি হায়দ্রাবাদ সংস্থা। ভারতীয় বোর্ডের হস্তক্ষেপে তা হলো। কিন্তু তারপর থেকে বোর্ডের দরজায় টাকার জন্য ঘুরছে সংস্থাটি। টাকা পাচ্ছে না। তাই হুমকি দিয়ে রেখেছে, টাকা না থাকলে আইপিএলের ম্যাচও আয়োজন করতে পারবে না।
হায়দ্রাবাদ আদালত জানাচ্ছে, গত মাসে টেস্টের চারদিনে ব্রেকফাস্ট ও লাঞ্চের জন্য করা খরচটা অপচয়। শুধু তাই নয়, আদালত জানিয়েছেন রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে স্টেডিয়ামের আসন সংখ্যার ২৫ শতাংশ সৌজন্য হিসেবে বিতরণ করে অন্যায় করেছে হায়দ্রাবাদ।
ভারতীয় বোর্ড এখন চলছে আদালতের নির্দেশে, তাদের নিয়োজিত প্রশাসকদের হাতে। অনিয়ম, অপব্যয়, খরচ সব সামলাচ্ছে। সিদ্ধান্ত সব তাদের। বিসিসিআই আদালতের কাছে গেল হায়দ্রাবাদে যেন আইপিএলের ম্যাচগুলো হয় তা নিশ্চিত করার একটি ব্যবস্থার আবেদন নিয়ে। সেখানেই আদালত জানালেন, ‘চারদিনের জন্য এমন অপ্রয়োজনীয় ব্যয় করার বদলে টাকাগুলো তরুণ ক্রিকেটারদের তুলে আনার কাজে ব্যয় হলে তেলেঙ্গানার তরুণরা একসময় ভারত জাতীয় দলে খেলবে। হায়দ্রাবাদ সংস্থা তাদের যা ইচ্ছে তাই খরচ করেছে। ’
কিন্তু সমাধান কোথায়? এই মাসের শুরু থেকে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার কর্মচারীরা বকেয়া বেতন ভাতার দাবিতে ধর্মঘটে গেছে। দুই মাস বেতন পাননা তারা। তাছাড়া গেল দুই আসরের আইপিএলের উইনিং বোনাস ও ভাতাও তারা পাননি। সেসবও চাই তাদের। সব মিলিয়ে বিষয়টা এখন ঝুলন্ত। কিন্তু আদালত যখন জড়িয়েছে সমাধানও আসবে নিশ্চয়ই।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন