বাংলাদেশের জাতীয় দলে খেলতে রাজি তিন বিদেশী
বাংলাদেশের নাগরিকত্ব ফরমে সই করলেন ইসমাইল বাঙ্গুরা, সামাদ ইউসুফ ও কিংসলে চিগোজি। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন এই তিন বিদেশী ফুটবলার। প্রাথমিক আলাপে লাল-সবুজের পতাকাতলে সমবেত হতে আগ্রহ প্রকাশ করেছেন এই তিন বিদেশী। কোনো চাওয়া-পাওয়া ছাড়াই জাতীয় দলের হয়ে খেলতে রাজি হয়েছেন তারা। জানা গেছে, লাল-সবুজ জার্সি গায়ে মাঠে খেলার বিনিময়ে অতিরিক্ত কোনো চাহিদা নেই তাদের।
জাতীয় দলের অন্য ফুটবলারদের মতো সুযোগ-সুবিধা পাবেন তারা। এতে রাজি হয়েই নাগরিকত্বের ফরমে সই করেছেন তারা। সাত মৌসুম ধরে ঢাকায় আবাহনীর হয়ে খেলছেন ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফ। বয়স ৩১। মোহামেডানে খেলা গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার বয়স ৩০ পেরিয়েছে। এই বয়সী ফুটবলাররা অন্য একটি দেশের জাতীয় দলকে কতটা দিতে পারবেন, তা সময়ই বলে দেবে। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘কিছুই করার নেই। কারণ ফিফার নিয়মানুযায়ী নাগরিকত্ব দিতে হলে সেদেশে অন্তত পাঁচ বছর খেলতে হবে বিদেশীদের।
এরপরই বিদেশীরা পেতে পারেন ওই দেশের নাগরিকত্ব। আমরা প্রক্রিয়া শুরু করলাম মাত্র। এখন ওদের সম্মতি নিয়ে তা জমা দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে পরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আবেদনকারীদের নিজ নিজ দেশে যাবে খবর নেয়ার জন্য। এ দুটি মন্ত্রণালয়ের সম্মতির পরই আমরা ফিফার কাছে আবেদন করব। সেখান থেকে অনুমতি মিললেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন এই তিন ফুটবলার।’ তিনি যোগ করেন, ‘বাংলাদেশ জাতীয় দলে খেলা নিয়ে তিন ফুটবলারের মনোভাবও ইতিবাচক।
তবে ধারণা করা হচ্ছিল, জাতীয় দলে তাদের খেলাতে হলে বিভিন্ন চাহিদা তুলে ধরবেন তারা। কিন্তু তারা তা করেননি। যেমন নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলের দাবি, দীর্ঘদিন ধরে এদেশে খেলার ফলে দেশটির প্রতি এক ধরনের টান অনুভব করছেন। এ কারণেই আর্থিক বিষয়ের চেয়ে এদেশের হয়ে খেলতে পারাটা হবে তার জন্য সম্মানের। মোহামেডানের ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার ভাষ্যও তাই। তিনি জানান, ‘আমি জানি এখানকার জাতীয় দলের ফুটবলাররা ফেডারেশন থেকে তেমন সুযোগ-সুবিধা পায় না। তবে জাতীয় দলের হয়ে পারফর্ম করলে ঘরোয়া ফুটবলে দাম বাড়ে। আমার লক্ষ্য থাকবে জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করে লীগে তার সুবিধা নেয়া।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন