বাংলাদেশের তরুণ অভিনেতা রোশান ‘ককপিট’ নিয়ে হতাশ, নেপথ্যে কলকাতার সুপারস্টার দেব

কলকাতার সুপারস্টার দেব প্রযোজিত ও অভিনীত নতুন ছবি ‘ককপিট’এ সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বাংলাদেশের তরুণ অভিনেতা রোশান। কিন্তু ছবি নিয়ে প্রযোজক ও কেন্দ্রিয় চরিত্র দেবের ওপরে মোটেই খুশি নন রোশান। বরং ছবির টিজার নিয়ে দেবের আচরণে বিশ্ময় আর হতাশা ব্যক্ত করেছেন নায়ক। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে দেবের প্রতি সেই হতাশার কথা ব্যক্ত করেছেন রোশান।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ককপিটে আমার এত বড় এবং গুরুত্বপূর্ণ চরিত্রটি যেন টিজারে হারিয়েই গেল। জানিনা দাদা (দেব) এটা কেন করলেন! এমন কথা তো ছিল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলব কি ফেলব না বুঝতেই পারছিনা। ধরে নিচ্ছি যে এমনটাই হয়। বলার অপশনটা আর রাখলো না যে ককপিট আমারও ফিল্ম। যেটা ফিল্মের জন্য কমে যাবে না। শুভকামনা রইল। খুব ভাল মুভি। কলকাতাবাসীকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
স্ট্যাটাসেই বোঝা যাচ্ছে, সম্প্রতি প্রকাশিত ‘ককপিট’ এর টিজারে জায়গা হয়নি সহশিল্পী রোশানের। রোশান ছাড়াও ছবিটির অতিথি চরিত্রে বাংলাদেশের অভিনেত্রী ফারিনকেও দেখা যাবে। এটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রযোজনা করেছেন নায়ক দেব। প্রযোজক হিসেবে এটি দেবের দ্বিতীয় ছবি। দেবের প্রযোজনায় প্রথম ছবি ‘চ্যাম্প’। ‘ককপিট’এ প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম।
এর আগে মাটি থেকে চল্লিশ হাজার ফুট উঁচুতে চলন্ত বিমানে ‘ককপিট’ ছবির মিউজিক লঞ্চ করে ইতিহাস গড়েন প্রযোজক ও নায়ক দেব। মিউজিক লঞ্চের উদ্বোধন করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অভিনায়ক সৌরভ গাঙ্গুলী। এ সময় ছবির দুই নায়িকা কোলেল মল্লিক ও রুক্সিণীও উপস্থিত ছিলেন। আসছে দুর্গাপুজায় মুক্তি পাবে দেব, কোয়েল ও রুক্সিনীর ‘ককপিট।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন