বাংলাদেশের তিন ক্রিকেটারে মুগ্ধ অজি অধিনায়ক

সোমবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ইংল্যান্ডের কাছে আট উইকেটে। আর বার্মিংহামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে হয় পরিত্যক্ত। ওই ম্যাচে এক পয়েন্ট করে পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
গ্রুপ ‘এ’ থেকে বাংলাদেশের সমীরণটাই কঠিন। টাইারদের খাতায় এখনও পয়েন্ট যুক্ত হয়নি। সোমবার ওভালে তাই বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। প্রথম ম্যাচে এক পয়েন্ট হারানোয় ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার জন্যও। এমন ম্যাচে অজিরা যে আদাজল খেয়ে মাঠে নামবেন সেটা অধিনায়ক স্মিথের কথাতেই পরিষ্কার হয়ে গেল।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আপনি জানেন, চ্য্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচে ইতোমধ্যে পয়েন্ট হারিয়েছি। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। তবে জিততে হলে আমাদের সেরাটা খেলতে হবে। কারণ বাংলাদেশ অনেক ভালো দল। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে।’
ইংল্যান্ডের বিপক্ষে হারলেও বাংলাদেশ তিনশ’র উপরে করেছে। সেঞ্চুরি হাঁকান তামিম। মুশফিক করেন ৭৯ রান। এই ব্যাটসম্যানকে সমীহ করছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। এই ম্যাচে উইকেট পাননি মোস্তাফিজুর রহমান। তবে এই পেসার যে জ্বলে উঠতে পারেন যেকোনও সময়, সেটা স্মিথ ভালোই করেন জানেন।
এই তিন ক্রিকেটারের প্রশংসা করে স্মিথ বলেন, ‘বাংলাদেশ দলে বেশ ভালো কয়েকজন ব্যাটসম্যান আছে। গত ম্যাচে তিনশ’র উপরে রান করেছে। তামিম সেঞ্চুরি করেছেন। সে খুবই বিপজ্জনক ব্যাটসম্যান। আরেকজন আছেন (মুশফিকের নাম উচ্চারণ করতে কষ্ট হচ্ছিলো) মুশফিক। কিপার। তিনি বেশ ভালো ব্যাটসম্যান। আর মোস্তাফিজ অবশ্যই ক্লাস বোলার। মোট কথা ওই দলে ভালো কিছু খেলোয়াড় আছে। ওদের হারাতে হলে আমাদের অনেক ভালো খেলতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন