বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ গাজী টিভি ও মাছরাঙায়
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে। আগামীকাল শুক্রবার শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশ।
সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে। খেলাগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখতে চাইলে cricketireland.ie ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্রতিটি টিকিটের দাম পড়বে ১০ থেকে ২০ ইউরোর মধ্যে।
প্রতিটি দলই একই প্রতিপক্ষের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। ১৪ মে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ মে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। ২১ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে কোনও ফাইনাল নেই। পয়েন্ট টেবিলের শীর্ষ দলই চ্যাম্পিয়ন হবে।
এই সিরিজে ভালো খেলার মাধ্যমে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার ছাড়পত্র পাওয়ার। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করবে।
ত্রিদেশীয় সিরিজের সূচি
১২ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড
১৪ মে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
১৭ মে বাংলাদেশ-নিউজিল্যান্ড
১৯ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড
২১ মে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
২৪ মে বাংলাদেশ-নিউজিল্যান্ড
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন