বাংলাদেশের শিক্ষানীতি নিয়ে নাস্তিকবাদ গোষ্ঠী ষড়যন্ত্র করছে : চরমোনাই পীর
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বলেছেন, দেশের শিক্ষানীতি নিয়ে নাস্তিকবাদ গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ৯২ ভাগ মুসলমানের দেশে গুটিকয়েক নাস্তিক-মুরতাদদের প্রণীত শিক্ষানীতি কোনো দিনই বাস্তবায়ন করা যাবে না। এ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না। কোটি কোটি মুসলমান একযোগে গর্জে উঠলে নাস্তিক-মুরতাদরা পালাবার পথ পাবে না।
রোববার বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলর্স পার্ক) ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য চরমোনাই পীর একথা বলেন।
বিতর্কিত শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষা আইন বাতিল এবং মিয়ানমারে মুসলিম নির্যাতন বন্ধে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে বরিশাল বিভাগীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ মহাসমাবেশ আহ্বান করে। বিভাগের ৬ জেলা থেকে হাজার হাজার চরমোনাই পীর অনুসারী মহাসমাবেশে যোগ দেয়ায় বঙ্গবন্ধু উদ্যানের বিশাল মাঠ লোকারণ্যে পরিণত হয়।
পাঠ্যপুস্তকের সিলেবাস সংশোধন করায় প্রধানমন্ত্রী শেখ হসিনাকে ধন্যবাদ জানিয়ে মহাসমাবেশে চরমোনাই পীর বলেন, আন্দোলনের মুখে সরকার সিলেবাস সংশোধন করতে বাধ্য হয়েছে। ধর্ম বিরোধী শিক্ষা আইন ও শিক্ষানীতি এখনও বাতিল করা হয়নি।
তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে বিতর্কিত শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিল করুন। এনিয়ে কারো সঙ্গে আলোচনার প্রয়োজন নেই। নাস্তিক-মুরতাদরা আপনাকে (প্রধানমন্ত্রী) বাধা দেয়ার চেষ্টা করলে দেশের ৯২ ভাগ মুসলমান প্রতিরোধ গড়ে তুলবে।
হিন্দুসহ অন্য ধর্মানুসারীদের জন্য পৃথক পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা বহাল রাখার আহ্বান জানিয়ে চরমোনাই পীর রেজাউল করীম বলেন, মুসলমান ছেলে-মেয়েদের জন্য হিন্দু ধর্মীয় বিষয়ে পাঠদান বাধ্যতামূলক করা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও বরিশাল মহানগর সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মো. ইউনুস আহমেদ, অধ্যাপক আশরাফ আলী আকন, এটিএম হেমায়েত উদ্দিন, নাসির আহম্মেদ কাওছার, মুফতি এছাহাক মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা নেছারউদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। #জা/নি
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন