বাংলাদেশের হারে চক্রান্তের গন্ধ!

বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে ম্যাচ রেফারির সঙ্গে সভায় বসেছিলেন দুই দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। সভায় সিদ্ধান্ত হয়েছিল, ম্যাচ চলাকালীন মূল উইকেটের দুই পাশের দুটি উইকেটে পানি দেওয়া যাবে না। কারণ, উইকেটে পানি দেওয়া হলে মূল উইকেটে ব্যাটসম্যানদের জন্য খেলা কষ্টকর হয়ে যেতে পারে।
অথচ ম্যাচ শুরুর আগে নেওয়া এ সিদ্ধান্ত নাকি শেষ পর্যন্ত মানেননি সেই মাঠের কিউরেটর! চতুর্থ দিন খেলার পর মূল উইকেটের দুই পাশের দুটি উইকেটে পানি দিয়েছিলেন তিনি। দুই দলের আলোচনার ভিত্তিতে নেওয়া এ সিদ্ধান্ত ভাঙার কারণ কী?
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, চতুর্থ দিনের খেলা শেষে নিউজিল্যান্ড কোচ মাইক হ্যাসনকে কিউরেটরের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এরপরই কিউরেটর পিচে পানি দেওয়া শুরু করেন, যার ভিডিও নাকি ধারণ করেছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সদস্য। নিয়ম ভাঙার ঘটনাটি আইসিসির সদস্য এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথকেও অবহিত করা হয়েছিল; কিন্তু কিছুই নাকি কাজ হয়নি।
আগের দিন দুই পাশের দুটি পিচে পানি দেওয়ার কারণে মূল পিচে ব্যাটসম্যানদের খেলা কতটা কষ্টকর হয়েছে, তা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস দেখলেই বোঝা যায়। প্রথম ইনিংসে ৫৯৫ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে মাত্র ১৬০ রান। আর ম্যাচ হেরেছে সাত উইকেটের বড় ব্যবধানে। তাই এর পেছনে চক্রান্তের গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকেই।
সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি (২১৭) ও মুশফিকুর রহিমের সেঞ্চুরির (১৫৯) ওপর ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়েছিল। অথচ দ্বিতীয় ইনিংসে তাঁদের একজনও সাফল্য পাননি; বরং চরমভাবে ব্যর্থ হয়েছেন তাঁরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন