বাংলাদেশের হয়ে বিরল এক রেকর্ড গড়লেন চাচা আকরাম খান ও ভাতিজা তামিম ইকবাল
প্রথম টেস্ট ও শততম টেস্ট- দুটি ম্যাচই রোমাঞ্চকর এবং ঐতিহাসিক। ইতিহাসের পাতায় ঠাঁই পাবার মতই এক কীর্তি। ইতিহাসের পাতায় একই পরিবারের দুজন কিংবা তারও বেশি কেউ ঠাঁই পেলে তো আনন্দ বেড়ে যায় দ্বিগুণ।
বাংলাদেশ আজ টেস্ট খেলুড়ে দেশের সবশেষ দল হিসেবে শততম টেস্ট খেলতে মাঠে নামছে। ২০০০ সালে প্রথম টেস্ট খেলা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে শততম টেস্ট। এ ম্যাচে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন তামিম ইকবাল। তারই চাচা আকরাম খান বাংলাদেশের পক্ষে খেলেছিলেন উদ্বোধনী টেস্ট।
একই পরিবারের দুজন বাংলাদেশের হয়ে খেলছেন প্রথম ও শততম টেস্ট। এর আগে ক্রিকেট ইতিহাসে একই পরিবারের কেউ প্রথম ও শততম টেস্ট খেলার বিরল ঘটনা ঘটেছে দুটি। অস্ট্রেলিয়ার ডেভ গ্রেগরি দেশের হয়ে খেলেছিলেন প্রথম টেস্ট। তারই ভাতিজা সিডনে এডওয়ার্ড গ্রেগরি খেলেছিলেন শততম টেস্ট। পাকিস্তানের হানিফ মোহাম্মদকে চেনেন না এমন কেউ নেই। এ পরিবারের ছয়জন খেলেছেন ক্রিকেট। তাদের মধ্যে হানিফ মোহাম্মদ খেলেছিলেন প্রথম টেস্ট। তারই আপন ভাই মুস্তাক মোহাম্মদ খেলেছেন শততম টেস্ট।
বাংলাদেশের হয়ে বিরল এ তালিকায় নাম লেখালেন চাচা আকরাম খান ও তামিম ইকবাল। বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক আকরাম খান ছিলেন প্রথম টেস্ট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান। ভাতিজা তামিম ইকবাল খান শততম টেস্টের সহ-অধিনায়ক ও ওপেনিং ব্যাটসম্যান।
জিম্বাবুয়ে, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার একই পরিবারের একাধিক খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু প্রথম ও শততম টেস্টে প্রতিনিধিত্ব করার ইতিহাস বাংলাদেশকে নিয়ে হল মাত্র তিনটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন