বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল
নিরাপত্তা-সংক্রান্ত অজুহাত দেখিয়ে ২০১৫ সালের বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। প্রায় দুই বছর পর আবার জোরেশোরে শুরু হয়েছে সেই সফরের আলোচনা। সবকিছু প্রায় নিশ্চিত হয়ে গেলেও চূড়ান্ত সবুজসংকেতটি অবশ্য এখনো পাওয়া যায়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে। তবে এ মাসেই সেটা পাওয়া যেতে পারে। আগামী সপ্তাহেই নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো সরেজমিনে দেখতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ার নিরাপত্তা-সংক্রান্ত প্রতিনিধিদল। সেই সফর শেষেই হয়তো বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়ে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত মাসে দুবাইয়ে আইসিসির সভা শেষে দেশে ফিরে অস্ট্রেলিয়া সফরের সবকিছু চূড়ান্ত বলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সফরের দিনক্ষণও নির্ধারণ হয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে কিছুদিন আগে আবারও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে, এখনো চূড়ান্ত হয়নি তাদের বাংলাদেশ সফর। তাঁরা নাকি অপেক্ষা করছেন সরকারের কাছ থেকে নিরাপত্তা-সংক্রান্ত চূড়ান্ত সংকেতের জন্য। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড যে এই সফরের ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনাই করছে, সেটা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।
সে লক্ষ্যেই নিরাপত্তা-সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদল। বিসিবির সিইও নাজিমুদ্দিন চৌধুরী বলেছেন, ‘এই মাসের মাঝামাঝি সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একটা প্রতিনিধিদল পাঠাবে। তারা নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো দেখবে। এর পরেই তাদের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে সবুজসংকেত দেবে এই সফরের ব্যাপারে।’
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। ২২ থেকে ২৪ আগস্ট চট্টগ্রামে তারা খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ২৭ আগস্ট থেকে চট্টগ্রামেই অনুষ্ঠিত হওয়ার কথা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ম্যাচটি ঢাকায় শুরু হওয়ার কথা ৪ সেপ্টেম্বর থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন