বাংলাদেশে একাধিক বিদেশির হত্যাকারী এখন কলকাতায়
বাংলাদেশে একের পর এক বিদেশি হত্যার যোগ মিলল ঘুরেফিরে সেই কলকাতায়! জাপানি নাগরিক হত্যাকাণ্ডে জড়িতরা ঘটনার পর থেকেই দেশছাড়া। বাংলাদেশ তদন্তকারী আধিকারিকদের অনুমান, সম্ভবত ঘটনায় অভিযুক্তরা চোরাপথে সীমান্ত পেরিয়ে কলকাতায় পালিয়েছে।
ইতোমধ্যে অভিযুক্তদের সম্বন্ধে বিস্তারিত তথ্য কলকাতা পুলিশের কাছে পাঠানো হয়েছে বলে সূত্রে খবর। সেই তথ্য পাওয়ার পরেই কলকাতা পুলিশের এক বিশেষ দল শুক্রবার রাতে বন্দর এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ কলকাতা পুলিশ কমিশনার সুরজিত কর পুরকায়স্থ।
এই বিষয়ে এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শুধু তিনি জানিয়েছেন, “একটি গুরুত্বপূর্ণ অভিযান চলছে, এটি এখনও শেষ হয়নি। ফলে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।”
গত ৩ অক্টোবর ঢাকায় ইতালির নাগরিক সিজারে তাভেল্লা হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে রংপুরের কাউনিয়ায় খুন করা হয় জাপানি নাগরিক কুনিও হোশিকে। দুটি হত্যাকাণ্ডের সঙ্গেই একই গোষ্ঠীর তিন সদস্য জড়িত বলে অনুমান তদন্তকারীদের। তবে হোশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যে রংপুরে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুন্নবি খান সোহেলের ভাইও রয়েছেন। আবার বাংলাদেশে একের পর বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএস-ও। যদিও এতে আমল দিতে নারাজ ভারত-বাংলাদেশের তদন্তকারীরা। তাঁদের পালটা দাবি, বাংলাদেশে সক্রিয় আনসারুল্লা বাংলা টিমের সদস্যরাই আইএসের নাম নিয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) এক গোয়েন্দা অফিসার জানিয়েছেন, বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলি থেকে আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য আসে। এক ব্যক্তির বর্ণনা মেলে। তারা (বাংলাদেশের গোয়েন্দারা) মনে করছে, কুনিও হোশি হত্যাকাণ্ডে এই ব্যক্তির হাত রয়েছে। আমরা সেই তথ্যগুলি কলকাতা পুলিশকে দিয়েছি। তার ভিত্তিতে শহরে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন