বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ প্রথম টেস্টে
শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে সকাল দশটা থেকে।
প্রথম ম্যাচে বাংলাদেশ দলের একাদশের বাইরে থাকতে পারেন মুমিনুল হক। সেক্ষেত্রে ওয়ানডাউনে খেলবেন ইমরুল কায়েস। অলরাউন্ডার নাসির হোসেনের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। একাদশে দুইজন পেসার রাখা হতে পারে।
সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের সঙ্গে রাখা হতে পারে শফিউল ইসলামকে। একাদশের বাইরে থাকতে পারেন তাসকিন আহমেদ। আর স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান তো থাকবেনই। সঙ্গে রাখা হতে পারে তাইজুল ইসলামকে। ইএসপিএন ক্রিকইনফো সূত্র অনুযায়ী প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ দেখে নেয়া যাক।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক, অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাশটন আগার, প্যাট কামিন্স, জস হ্যাজলেউড, নাথান লায়ন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন