বাংলাদেশ এখন অনেকটাই নির্ভার
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে অনেকটাই চাপে ছিল বাংলাদেশ। আইসিসির সহযোগী সদস্য দেশটিকে হারাতেও বেশ বেগ পেতে হয়েছিল স্বাগতিকদের। অবশ্য প্রথম ম্যাচ জয়ে এখন অনেকটাই নির্ভার হয়ে গেছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে চাপমুক্ত ক্রিকেট খেলতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আগামীকাল বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।
তবে সিরিজ জয়ের জন্য এই ম্যাচটি বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মাশরাফি। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রত্যেক ম্যাচই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে সিরিজ জয়ের জন্য দ্বিতীয় ম্যাচটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য প্রথম ম্যাচ জয়ের পর আমরা এখন অনেকটাই চাপমুক্ত।’
তাই দ্বিতীয় ম্যাচে আরো ভালো ক্রিকেট খেলতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘জয় পেলেও প্রথম ম্যাচে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আশা করছি, দ্বিতীয় ম্যাচে আমরা আরো ভালো ক্রিকেট খেলতে পারব। আমার বিশ্বাস সবাই যদি নিজেদের সাধ্য অনুযায়ী খেলতে পারি তাহলে সাফল্য আসবে।’
এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানকে মাত্র ৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচ জিতে সিরিজে এখন ১-০তে এগিয়ে আছে স্বাগতিকরা। কাল দ্বিতীয় ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যাবে সিরিজ জয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন