বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে আইসিসির অভিনন্দন
টেস্টের যেদিন জন্ম হয়েছিল, ১৪০ বছর পর ঠিক সেদিনই নিজেদের শততম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ আর একদিন পর ভারতের রাঁচিতে অস্ট্রেলিয়া খেলছে নিজেদের ৮০০তম টেস্ট। ইংল্যান্ডের পর ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হিসেবে ৮০০ টেস্টের মাইলফলক ছুঁয়েছে অসিরা। এমন বিশেষ উপলক্ষে দেশ দুটিকে অভিনন্দন জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
সংস্থাটির পক্ষ থেকে প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এক বার্তায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলকে অভিনন্দন জানান। রিচার্ডসন বলেন, ‘আমি অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই। ক্রিকেটে অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ইতিহাস রয়েছে আর বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত একটি দল, যারা দিন দিন উন্নতি করে চলছে।’
ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও বাংলাদেশ দল সফলতার মুখ দেখবে বলে আশা করেন আইসিসির নির্বাহী প্রধান। তিনি বলেন, ‘গত কয়েক বছরে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটবিশ্বের বড় বড় কয়েকটি দেশকে হারিয়েছে। আশা করছি, টেস্টেও তারা সাফল্যের ধারা বজায় রাখবে।’
এ পর্যন্ত ৭৯৯ টেস্টে ৩৭৭টিতে জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। ২০৬ ড্রয়ের বিপরীতে হেরেছে ২১৪ ম্যাচে। আর ৯৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে আট টেস্ট।
কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেটে ২১৪ রান করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করেছে ৩৩৮ রান। অন্যদিকে রাঁচিতে ভাতের বিপক্ষে আধিপত্য দেখিয়ে চলছে অসিরা। প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯৯ রান করেছে দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন