বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে আইসিসির অভিনন্দন

টেস্টের যেদিন জন্ম হয়েছিল, ১৪০ বছর পর ঠিক সেদিনই নিজেদের শততম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ আর একদিন পর ভারতের রাঁচিতে অস্ট্রেলিয়া খেলছে নিজেদের ৮০০তম টেস্ট। ইংল্যান্ডের পর ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হিসেবে ৮০০ টেস্টের মাইলফলক ছুঁয়েছে অসিরা। এমন বিশেষ উপলক্ষে দেশ দুটিকে অভিনন্দন জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
সংস্থাটির পক্ষ থেকে প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এক বার্তায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলকে অভিনন্দন জানান। রিচার্ডসন বলেন, ‘আমি অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই। ক্রিকেটে অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ইতিহাস রয়েছে আর বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত একটি দল, যারা দিন দিন উন্নতি করে চলছে।’
ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও বাংলাদেশ দল সফলতার মুখ দেখবে বলে আশা করেন আইসিসির নির্বাহী প্রধান। তিনি বলেন, ‘গত কয়েক বছরে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটবিশ্বের বড় বড় কয়েকটি দেশকে হারিয়েছে। আশা করছি, টেস্টেও তারা সাফল্যের ধারা বজায় রাখবে।’
এ পর্যন্ত ৭৯৯ টেস্টে ৩৭৭টিতে জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। ২০৬ ড্রয়ের বিপরীতে হেরেছে ২১৪ ম্যাচে। আর ৯৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে আট টেস্ট।
কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেটে ২১৪ রান করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করেছে ৩৩৮ রান। অন্যদিকে রাঁচিতে ভাতের বিপক্ষে আধিপত্য দেখিয়ে চলছে অসিরা। প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯৯ রান করেছে দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন