মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিকেলে

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ৪।

সাফল্যময় ২০১৫ সালটি বাংলাদেশ শেষ করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে। ওই সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতলেও পরের ম্যাচে স্প্রিং বকদের কাছে হেরে যায়। ফলে সিরিজ ড্র হয়।

২০১৬ সালের শুরুটাও জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে হয়েছে বাংলাদেশের। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে আজ চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার দল। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছে ৪ উইকেটে। পয়মন্ত ভেন্যু খুলনা বলে আজও দারুণ কিছুর প্রত্যাশায় থাকতে পারে টাইগার সমর্থকরা।

নিজেদের ব্যর্থতার অজুহাত নয় বরং মাশরাফির অধীনে বদলে যাওয়া নতুন বাংলাদেশকে কৃতিত্ব দিচ্ছে জিম্বাবুয়ে। গত বছরের সাফল্যের ধারা এ বছরের শুরুতেও বজায় রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাই বাংলাদেশের প্রশংসা করে জিম্বাবুয়ের ব্যাটিং উপদেষ্টা মারভান আতাপাত্তু বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স বেশ উঁচুতে। তারা গত বছরই বড় বড় দলগুলোর সঙ্গে জিতেছে। তাদের সঙ্গে জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আর সেরাটা খেলেতে হলে দলগতভাবে ভালো করতে হবে।’

অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটিকে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ তাদের খেলোয়াড়দের যাচাই-বাচাই করার সুযোগ পাচ্ছে এই সিরিজে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের অভিষেকের ফলে তারাও নিজেদের পরখ করার সুযোগ পাচ্ছে। গত ম্যাচেই অভিষেক হয়েছে শুভাগত হোম ও নুরুল হাসান সোহানের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩. মাহমুদউল্লাহ রিয়াদ, ৪. মুশফিকুর রহিম, ৫. সাকিব আল হাসান, ৬. সাব্বির রহমান, ৭. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ৮. মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), ৯. শুভাগত হোম, ১০. মুস্তাফিজুর রহমান ও ১১. আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ :
১. ভুসি সিবান্দা, ২. হ্যামিল্টন মাসাকাদজা, ৩. পিটার মুর (উইকেটরক্ষক), ৪. শন উইলিয়ামস, ৫. ম্যালকম ওয়ালার, ৬. সিকান্দার রাজা, ৭. এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ৮. লুক জংওয়ে, ৯. গ্রায়েম ক্রেমার, ১০.ব্রিয়ান ভিটোরি ও ১১. ওয়েলিংটন মাসাকাদজা।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!