বাংলাদেশ ব্যাংকের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির কোনো সুরাহা এখনো হয়নি, এরই মধ্যে আবার বাংলাদেশ ব্যাংকের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ব্যাপারটি জানিয়েছেন।
ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হওয়া ছাড়াও একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে ই-মেইল পাওয়ার কথা জানিয়েছেন শুভঙ্কর সাহা। তিনি জানান, ইতোমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের সব বিভাগের সব কর্মকর্তাকে ভুয়া ই-মেইলটি না খোলার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া এই ভুয়া ই-মেইলটি অন্য কারও কাছে ফরোয়ার্ড না করার ব্যাপারেও সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।
ভুয়া ই-মেইলের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হবে কি না এই ব্যাপারে শুভঙ্কর সাহা জানান, ভুয়া ই-মেইলের ব্যাপারে কোনও তদন্ত হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এবার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হলেও অর্থ চুরির মতো কোনোরকম ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক। এই ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত ১৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের একটি ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিলো। হ্যাকড হওয়া ওই ই-মেইল অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ঠিকানায় ভুয়া বার্তা পাঠানো হয়।
উল্লেখ্য, গত বছরের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় এক বিলিয়ন ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন