বাগেরহাটে মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন
বাগেরহাট: বাগেরহাটে মা হাসিনা বেগমকে (৫০) হত্যার দায়ে ছেলে ফারুক শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাভোগের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার সকালে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক শেখ বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মৃত মোকসেদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ৫ জুলাই ছেলে ফারুক কাঠের লাঠি দিয়ে মা হাসিনার মাথায় আঘাত করেন। এসময় হাসিনা চিৎকার দিলে প্রতিবেশীরা ফারুককে ধরে পুলিশে দেয় এবং আহত হাসিনাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরের দিন নিহত হাসিনার মেয়ে পায়রা বেগম বাদী হয়ে হত্যাকারী ভাই ফারুকের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান ওই বছরের ৮ সেপ্টেম্বর ফারুককে অভিযুক্ত করে মামলার চার্জশিট দাখিল করেন। মামলায় ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বাগেরহাটে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় নাশকতার মামলায় জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন

বাগেরহাটে দুই শিক্ষকের বেত্রাঘাতে অজ্ঞান হয়ে ছাত্র হাসপাতলে
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রবিস্তারিত পড়ুন

সরকারি জমি দখলের অভিযোগে আ. লীগ নেতার নামে মামলা
বাগেরহাটের শরণখোলায় সরকারি জমিতে পাকা বহুতল ভবন নির্মাণের অভিযোগে একবিস্তারিত পড়ুন