বাগেরহাটে মাছের গায়ে ‘আল্লাহ’ নাম, জনতার ভিড়, এলাকায় চাঞ্চল্য (এক্সক্লুসিভ ভিডিও সহ)
বাগেরহাট মাছ বাজারে একটি দোকানে সামনে হঠাৎ উৎসুক জনতা ভিড়! মাছ বাজারে ভিড় হবে এটাই স্বাভাবিক কিন্তু একটি দোকানের সামনে তাও আবার একটি বোয়াল মাছকে কেন্দ্র করে এতো ভিড় কেন?
জানা গেল, বোয়াল মাছের গায়ে ‘আল্লাহ’ সাদৃশ্য লেখা পাওয়া গেছে। মাছটি বাজারে তোলার পর থেকে শত শত উৎসুক জনত ভিড় করছে ‘আল্লাহ’ লেখা মাছটি দেখতে। মঙ্গলবার রাত ১০ টার দিকে বাগেরহাট মাছ বাজারে মাছটি তোলা হয় বলে জানান বিক্রেতা ইউনুস সরদার।
ওই বিক্রেতা জানান, সকালে এক জেলের কাছ
থেকে ৯টি বোয়াল মাছ কিনেন তিনি। বাগেরহাট শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈবর নদ থেকে ধরা মাছগুলো কেনার পর বরফ দিয়ে সংরক্ষণ করে রাখেন তিনি।
মাছগুলো বিক্রির জন্য দুপুর পর তিনি বাজারে তোলেন। কয়েকটি মাছ বিক্রি হয়ে যাওয়ার পর একটি মাছের গায়ে আরবী হরফের মতো কিছু লেখা দেখতে পান বিক্রেতা ইউনুস। এর পর তিনি মাছটিকে আলাদা করে রাখেন।
ইউনুস সরদার বলেন, ‘রাতে এশার নামাজের পর পাশ্ববর্তী ফলপট্টি জামে মজিদের ইমাম শেখ মো. শাহজাহানের কাজে মাছটি নিয়ে যান তিনি। ইমাম সাহেব মাছটি দেখে বলেন, মাছটির গায়ে আল্লাহ লেখা রয়েছে। মাছটি বিক্রি করবেন না।
বাগেরহাট ফলপট্টি জামে মজিদের ইমাম শেখ মো. শাহজাহান বলেন, আমি মাছটি দেখেছি। মাছের মাথার দিকের অংশে আরবী হরফে আল্লাহ লেখা রয়েছে। এর পরে আরও কিছু আরবী হরফ লেখা রয়েছে। তবে লেখাগুলো অস্পষ্ট।
এদিকে, এই খবর ছড়িয়ে পড়ার পরপরই শত শত মানুষ মাছ বাজারে মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায়। অস্পষ্ট অক্ষরগুলোতে ‘লা ইলাহ ইল্লালাহু’ লেখা বলে মন্তব্য করেন দেখতে আসা উৎসুক জনতা।
https://youtu.be/SP8uzevBte8
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন













