বাঘ-কুকুরের নিখাদ ভালোবাসা!
বলা হয়ে থাকে, কুকুর-বিড়ালের কখনও বন্ধুত্ব হয় না। কিন্তু এবার তার ব্যতিক্রমই ঘটেছে। ভীষণ বন্ধুত্ব হয়েছে তিনটি জার্মান শেফার্ড কুকুর ও দুটি বাঘের মধ্যে। কুকুর তিনটির নাম হচ্ছে, ব্ল্যাকি, হুগু এবং জেনি আর বাঘটির নাম হচ্ছে সুরিয়া এবং বাঘের ছানাটির নাম সানি।
সুরিয়া এবং সানি উভয়ের জন্ম স্লোভাকিয়ার সিনেক শহরের ওয়েসিস প্রাণি সংরক্ষণ কেন্দ্রে। এই এলাকাটি সাইবেরিয়ান বাঘের জন্য সুরক্ষিত এলাকা। দুই বছর আগে সুরিয়া জন্ম নেয়। তখন থেকেই সে কুকুরগুলোর সাথে বড় হয়েছে।
ওয়েসিসের নতুন অতিথি হচ্ছে চার মাস বয়সী বাঘের ছানা সানি। বাঘ এবং কুকুরের একসাথে খেলার এই চমৎকার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন দুই স্বেচ্ছাসেবী লুসিয়া জুস্টাকোভা (২৯) এবং মার্টিন জিমান। তারা নিয়মিত এখানকার বিভিন্ন মজার দৃশ্য ক্যামেরাবন্দি করে থাকেন।
কুকুর ও বাঘগুলো প্রতিদিনই খেলাধূলা করে। এই খেলাধূলার মাধ্যমে তাদের মধ্যে আরও ঘনিষ্ঠতা বাড়ে। মাঝে মাঝে তারা বুনো উল্লাসে মেতে উঠে। একে অপরকে আদর করে কামড়ায়, ঝাপটে ধরে, লুকোচুরি এবং বল নিয়ে খেলে। সবকিছুই তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।
লুসিয়া বলেন, তাদেরকে কাছ থেকে দেখলে আপনারও অনেক ভালো লাগবে। সুরিয়া কুকুরগুলোকে অনেক ভালোবাসে এবং প্রতিদিন খেলাধূলা করে। আমি প্রাণিদের এবং ওয়েসিসকে ভালোবাসি। বিলুপ্তির মুখে থাকা বাঘের এই প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ পাওয়া বিশাল ব্যাপার।
ওয়েসিস এলাকাটি পরিচালনা করেন ভেটা ইরোজভা (৪৮) নামে একজন নারী। এটি ১৯৯৯ সালে চালু করা হয়। এখানে ২৮টি বাঘ আছে। তার মধ্যে ২৩টি এখানেই জন্মগ্রহণ করেছে। বাঘের পাশাপাশি এখানে কুকুরও সংরক্ষণ করা হয়। বিপন্ন প্রজাতির বাঘ ও সিংহ সংরক্ষণে কাজ করে যাচ্ছে ইরোজভা। সম্প্রতি বিপন্ন সিংহের প্রজননের জন্য জেনেটিক পুল নির্মাণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন