বাঘ-ছাগলে দোস্তি…… (ভিডিও সহ)
বাঘে -মহিষে একঘাটে জল খাওয়া-সে তো প্রবাদ। বাস্তবে এর দেখা কখনো মিলেছে কি না তা হয়তো ঐতিহাসিকরাই ভালো বলতে পারবেন। কিন্তু সম্প্রতি রাশিয়ার একটি সাফারি পার্কে বাঘ আর ছাগলের সঙ্গে দোস্তি হয়েছে। সেই দোস্তির ভিডিও অনলাইনে বেশ সাড়া ফেলেছে।
গত ডিসেম্বরে ভ্লদিভস্টক শহরের বাইরে অবস্থিত প্রিমরস্কি সাফারি পার্কে থাকা আমুর নামের বাঘটির খাবারের জন্য একটি জ্যান্ত ছাগল ছেড়ে দেওয়া হয়। তবে মজার ব্যাপার হচ্ছে, বাঘকে দেখার পর ছাগলটি একটুও ভীত হয়নি। উল্টো নির্বিকারভাবেই ঘাস চিবিয়ে যাচ্ছিল। আমুর অবশ্য এরপর তিমুর নামের ওই ছাগলটিকে হত্যা করেনি। পরে অবশ্য আমুর ও তিমুরের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। তিমুর সে গুহাটিতে থাকে তার ঠিক ওপরেই রাত কাটায় আমুর। প্রায় সারাদিনই দুজনের একসঙ্গে কাটে। গত সপ্তাহে আমুরকে গুতাগুতি খেলার আমন্ত্রণ জানিয়েছিল তিমুর। বন্ধুর সঙ্গে বেশ কিছুক্ষণ মাথা দিয়ে গুতাগুতিও করেছে আমুর।
সাফারি পার্কের প্রধান কর্মকর্তা দিমিত্রি মেজেনসেভ এ ঘটনাকে স্রষ্টার কুদরত বলেই মন্তব্য করেছেন।
তিনি বলেন, এটা ওপরওয়ালর চিহ্ন। লোকেরা আপনাদের নিজেদের দিকে একটু দৃষ্টি দিন। ইউক্রেন, সিরিয়া-সবখানেই যেখানে কেবল যুদ্ধ, সেখানে এ ধরণের প্রাণীরা একসঙ্গে শান্তিতে বাস করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন