বাঙালিদের ঘুরতে যাওয়া সম্পর্কে এই ১৫ টি জিনিস জানা আছে?
ঘুরতে যেতে কে না ভালবাসে। তবে বাঙালিদের ঘুরতে যাওয়ার মধ্যে এমন কিছু বিষয় আছে, যা শুনলে আপনি নিশ্চিতভাবে চোখ কপালে তুলবেন।
বাঙালিরা ঘুরতে বের হলে কোনও বিষয়গুলিতে বেশি করে নজর দেয়? জানেন? জেনে নিন এই ১৫টি পয়েন্ট—
১. বাঙালিরা ১ সপ্তাহের বেশি ছুটিতে যেতে চায় না।
২. বাঙালিরা বছর ভর ঘুরতে ভালবাসে। প্রত্যেকটা মরসুমের জন্য বাঙালির ঘুরতে যাওয়ার জায়গা যেন ঠিক করাই থাকে। যেমন- পুজো পড়লে হয় পুরী বা দক্ষিণ ভারত না হয় পশ্চিম ভারত ভ্রমণ। শীত পড়লে সিকিম বা দার্জিলিং। জানুয়ারি ফেব্রুয়ারিতে হিমাচল। গরমের ছুটিতে ফের পুরী, কেউ আবার দার্জিলিং। অগাস্ট মাসে একটু কাশ্মীর বা ভাইজাগ, আরাকু।
৩. যেখানেই যাক বাঙালির একটা নির্দিষ্ট দিন ঠিক করাই থাকে সেখানে বাজার করার জন্য।
৪. যেখানেই যাক সেখানকার দ্রষ্টব্য জিনিসপত্র সংগ্রহ করা অভ্যাস।
৫. অন্তত হাজার দশেক টাকা বাঙালি বরাদ্দ করে রাখে ঘুরতে গিয়ে শপিং-এর জন্য।
৬. বাঙালিরা সবচেয়ে বেশি যায় পুরী, দার্জিলিং, দীঘা, সিকিম।
৭. ট্রেনে করে যাওয়াটাই বাঙালিদের পছন্দ।
৮. জুলাই ও অগাস্টে বাঙালিরা তীর্থ ভ্রমণে যায়।
১০. মাত্র ২ শতাংশ বাঙালি মহিলা একা একা ঘুরতে বের হন।
১১. বাঙালিরা যেখানেই যান জল খরচ করতে ভালবাসেন।
১২. ঘুরতে বেরিয়েও বাঙালি মহিলাদের সাজ-গোজ টিপটপ হওয়া চাই।
১৩. ঘুরতে যাওয়ার এক ফ্রেম ছবি ঘরে না টাঙালে বাঙালির ভাত হজম হয় না।
১৪. বাঙালি ভ্রমণার্থীদের তালিকায় এখন যুক্ত হয়েছে বিদেশ।
১৫. ঘুরতে বেরিয়ে বাঙালি স্বামী-স্ত্রী ঝগড়া এবং রাগারাগি হবেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন