বাড়ছে অনলাইনে সেক্স প্রডাক্ট কেনার হিড়িক !
ভারতীয়রা নাকি সেক্সের প্রশ্নে ভীষণ লাজুক! এই মিথতো কবেকার পুরনো। অনলাইনে ভারতীয়দের সেক্স প্রোডাক্ট কেনার হিড়িক কিন্তু এক্কেবারে অন্য কথা বলছে। এ দেশের নিউ জেনেরেশন টেক স্যাভিরা দোকানের চাইতে ওনলাইনে সেক্স টয়, অ্যারোজল জেল, কনডোমস, স্প্রে বা ক্রিম কিনতে অনেক বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন।
দ্যটসপার্সোনাল ডট কম নামের একটি ই কমার্স সাইট (যারা সেক্স প্রোডাক্টই বেঁচে) জানিয়েছে তাদের ৭৬% ক্রেতারাই দোকানে গিয়ে সেক্স প্রোডাক্ট কিনতে বেজায় লজ্জা পান। শুধু মাত্র কনডোম বা লুব্রিক্যান্টসের ক্ষেত্রেই পাড়ার দোকানে গিয়েই সহজেই কেনাকাটা সেরে ফেলতে পারেন তাঁরা।
মুম্বই, বেঙ্গালুরু, পুণে, গুরগাঁওতে অনলাইনে সেক্সটয় কেনার প্রবণতা সব থেকে বেশি।এই সব শহরের মাত্র ৩২% ক্রেতা দোকানে গিয়ে সেক্স প্রোডাক্ট কিনতে পছন্দ করেন।
আহমেদাবাদ, চেন্নাই, সুরাত, নাগপুর এবং জয়পুরের ৮৭% ক্রেতা কনডোম ছাড়া অনান্য সেক্স প্রডাক্ট অনলাইনেই কেনেন।
কিছু কিছু সেক্স প্রডাক্ট আবার অনেক শহরে শুধুমাত্র অনলাইনেই মেলে।
অনলাইনে যারা সেক্স টয় সহ অনান্য সেক্স প্রডাক্ট কিনতে বেশি পছন্দ করেন তাঁদের বেশিরভাগের বয়সই ৩৫-এর বেশি।
এই ক্রেতাদের মধ্যে কিন্তু কোনও লিঙ্গ বৈষম্য নেই। ৭৩% পুরুষ জানিয়েছেন তাঁরা অফলাইনে সেক্স প্রডাক্ট কেনা পছন্দ করেন না। ৭৭% মেয়েরা জানিয়েছেন অনলাইনে সেক্সপ্রডাক্ট কেনায় তাঁরা অনেক বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন।-আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন